তোমাকে টুকটাক ভালোবাসলে, হবে

 

তোমাকে টুকটাক ভালোবাসলে, হবে?

ধরো, খুব ভোরে কাজে বের হলাম- তোমার বিছানার পাশে একটি চিরকুটে লিখে রেখে গেলাম
- যতক্ষন ঘুমাতে ইচ্ছে হয়, ঘুমাও। উঠে কিছু খেয়ে নিয়ো।
ধরো, দুপুরে অফিসের মিটিং; ফোন কল নয়, এসএমএস নয়,
তোমাকে মেইলে লিখে দিলাম- কর্পোরেট বোর্ড মিটিংয়ে আছি, তুমি অবশ্যই লাঞ্চ করে নাও।
ধরো, খুব রাতে ঘরে ফিরলাম দুটো শুকিয়ে যাওয়া গোলাপ নিয়ে, হবে?
ধরো, মাঝরাতে দুঃস্বপ্নে তোমার ঘুম ভেঙে গেলো;
তাকিয়ে দেখলে আমি জেগে তোমার পাশে বসে আছি।
তোমাকে দেখছি মনোযোগ দিয়ে।
ধরো ইউরোপ ট্যুর নয়, মাসে একদিন হুট করে ফোন দিয়ে বললাম
- রেডি হও, আজ রাস্তায় ট্রাফিক জ্যাম দেখতে যাবো।
ধরো, দামি রেস্টুরেন্ট নয়; ব্যুফে ডিনার নয়।
তোমাকে বললাম- বুড়িগঙ্গার পাশে থেমে থাকা ইস্টিমারে বসে চা খেতে গেলে কেমন হয়?
ধরো, জীবন প্রতি পায়ে পায়ে ব্যস্ততা এনে দাঁড় করিয়ে দিলো।
তোমার জীবন তোমার কল্পনার মতন হলোনা।
তোমার প্রেমিক তোমার জীবনকে সিনেমার গল্পের মতন করে দিতে ব্যর্থ হলো।
তোমার দেখা হলো না নায়াগ্রা ফলস, পিরামিড, তাজমহল, বরফের নদী।
তোমাকে যদি আমি এমন টুকটাক ভালোবাসি, হবে?
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url