এতগুলো যদি সিম লাগে তাহলে কতগুলো বউ লাগবে
আমার নিজের নামে ১২ টা সিম রেজিষ্ট্রেশন করা।
এটা শুনে আমার গার্লফ্রেন্ড তেলেবেগুনে জ্বলে উঠে বললো, " এতগুলো যদি সিম লাগে তাহলে কতগুলো বউ লাগবে জানতে পারি? "
- বললাম, সিমের সঙ্গে বউয়ের সম্পর্ক কি?
- তোমার তো একটা সিমেই হয়ে যাবে তাহলে এতগুলো সিম দিয়ে কি করবে?
- এমনিতেই ভালো লাগছে তাই একটা একটা করে কিনতে কিনতে ১২ টা হয়ে গেছে।
- তুমি আজকেই দুটো সিম রেখে বাকি সবগুলো সিম রেজিষ্ট্রেশন বাতিল করে দিবে।
- কেন কেন?
- আমি বলছি তাই, নাহলে কিন্তু তোমার সঙ্গে আমার সারাজীবনের জন্য ব্রেকআপ।
বৃষ্টি রাগ করে চলে গেল, আমি কিছুক্ষণ বসে বসে ভাবলাম তারপর উঠে হাঁটা শুরু করলাম। মোবাইল বের করে বৃষ্টির নাম্বারে কল দিলাম কিন্তু সে রিসিভ করে নাই।
সন্ধ্যা বেলা হঠাৎ ওভার ব্রিজের নিচে দেখলাম একটা লোক টেলিটক সিম বিক্রি করতেছে। কাছে গিয়ে জিজ্ঞেস করে জানলাম, ১০০ টাকা রিচার্জ করলে ১০০ টাকা তো থাকবেই বরং ১০০ মিনিট ও ১৭ জিবি ইন্টারনেট পাওয়া যাবে।
চিন্তা করলাম, এমনিতেই তো অনেক টাকা রিচার্জ করা লাগে তাহলে একটা সিমসহ করি।
সঙ্গে সঙ্গে পকেট থেকে ন্যাশনাল আইডি কার্ড বের করে সিম কিনে ফেললাম। মোবাইলে সিম সেট করে বৃষ্টির কাছে কল দিলাম। বৃষ্টি অপরিচিত নাম্বার তাই রিসিভ করে সালাম দিল,
- বললাম, কি করো ময়না পাখিটা?
- এটা কার নাম্বার?
- আরে শোনো একটা মজার কাহিনি, একটু আগে সিমের অফার দেখে লোভ সামলাতে পারলাম না।
- তোরে তো আমি জীবনেও বিয়ে করবো না রে।
- কেন?
- বিয়ের পরে বাসায় আরেকটা বউ নিয়ে উপস্থিত হয়ে বলবি " এতো সুন্দরী মেয়ে দেখে বিয়ে না করে পারলাম না। " যদি বাঁচতে যাও তো আর কোনদিন আমাকে কল দিও না কিন্তু।
আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল।
আমি হাঁটছি আর ভাবছি, এতগুলো মিনিট কার সঙ্গে কথা বলে শেষ করা যায়?
.
<>সমাপ্ত<>
