বিয়ে করুন খোদাভিরু ছেলে কে

 

যে ফজরের নামাজের জন্য আপনাকে আলতো করে চুমু দিয়ে ঘুম ভাঙ্গাবে,

যে মসজিদ থেকে এসে বলবে " চলো আমরা রবের কোরআন তেলাওয়াত করি "
যে ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে দোয়া চেয়ে বের হবে,
যে ছেলেটা অফিসে বসেও মনটা আপনার জন্য ব্যাকুল করে রাখবে,
যে ছেলেটা আপনাকে ফুসকা খাওয়ানোর জন্য অফিস থেকে আগে চলে আসবে,
যে ছেলেটা খাওয়ার সময় নিজ হাতে লোকমা আপনার মুখে তুলে দিবে,
যে ছেলেটা রান্নায় দেরী হলে আপনাকে সহযোগীতা করবে,
যে ছেলেটা কখনো পরকিয়ার চিন্তা করবে না,
যে ছেলেটা রবের কাছে চক্ষুশীতল হওয়া নেক সন্তান চাইবে,
যে ছেলেটা আপনার সন্তানকে শিখাবে " কি ভাবে তার পিতা-মাতার জন্য দোয়া করতে হয়",
যে ছেলেটা আপনার জন্য তার দুনিয়া গিফ্ট করে দিবে,
যে ছেলেটা সবার থেকে আপনাকে লুকিয়ে রাখবে নিজের জন্য,
যে ছেলেটা আপনার পাশে জায়নাজে বসে পরকালেও আপনাকে চাইবে রবের কাছে,
যে ছেলেটা আপনাকে কোরআনের গল্প শুনাবে,
যে ছেলেটা রাতে তাহাজ্জুদের গুরুত্ব বুঝাবে,
যে ছেলেটা বিপদে পেরেশান না হয়ে নামাজে দাড়িয়ে যাবে,
যে ছেলেটা আপনার চোখে পানি দেখে আপনাকে আগলে ধরে বলবে
" আরে পাগলি কান্না করে না, আমার রব সব কিছু ঠিক করে দিবেন"।
যে ছেলেটার ভালোবাসার রানী থাকবেন আপনি , শুধু আপনি।
যে আপনাকে স্বরন করিয়ে দিবে, সে আপনার জান্নাতের সঙ্গী!

হে আল্লাহ্!
তুমি আমাদের সকলের মনের নেক আশা গুলো পূরণ করিও!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url