জ্বিন বর । পর্ব -০২

আমি তাইফকে দেখে অজ্ঞান হয়ে গেলাম।

কিছুক্ষণ পর হুশ ফিরল। কিন্তু আজব ব্যপার তাইফ আমার পাশে ঘুমাচ্ছে। আর ঘড়িতে ৩টা বাজে।
কিন্তু আমি নামাজ পড়তে উঠেছিলাম
তখনো ৩টা বাজছিল।
আমার যেন আকাশ পাতাল লাগছে সব।মনে হচ্ছে আমি সপ্ন দেখেছি কোন।
তাই আবার ঘুমানোর চেষ্টা করলাম।কিন্তু ঘুম আর আসছে না তাই কি আর করব???
বিয়ের শাড়ী টা চেঞ্জ করে আসি।
বিয়ের শাড়ি চেঞ্জ করে বের হলাম। কিছুক্ষণ হাটাহাটি করলাম তাও ঘুম আসছে না।
শুধু সেই মুখটা বারবার ভেসে উঠছে। আর আমার কলিজা ছটফট করছে।
.
আমি ভীষণ ভীতু রাত্রে বিড়ালের ডাক শুনলেই শিউড়ে উঠে চিৎকার করতাম
আর আব্বা ছুটে আসত। কিন্তু আজ পাশে বাবা নেই এত ভয় পেয়েছি কাকে বলব??
তাইফকে বলতে চাইছিলাম কিন্তু ওকে কি বলব??
যে আমি ওর মধ্যে আজ ভয়ানক কিছু দেখেছি তাই ভাবতে ভাবতে এক ঘুম দিলাম
বেল্কুনির চেয়ারে। হঠাৎ মনে হল কোন এক বাতাস আমার শরীর ছুয়ে যাচ্ছে।
আমি ভয়ে চোখ খুলতে পারছি না তাই এক চিৎকার দিয়ে "তাইফ,তাইফ আমাকে বাচাও"।
চিৎকার দেওয়ার ১সেকেন্ডের মধ্যে মনে হল কেউ আমায় মাথায় হাত দিল আর বলল
-পরী ঠিক আছ?কি হয়েছে
আমি তাইফের কন্ঠ পেয়ে আমি শান্ত হলাম
চোখ ও খুল্লাম আর তাইফকে জড়িয়ে ধরলাম
তাইফ বার বার জিজ্ঞেস করছিল
--পরী কি হয়েছে বল??কি হয়েছে??সপ্ন দেখেছ কোন??
-আমি ভয় পেয়েছি। মনে হচ্ছিল কেউ আমাকে ধরেছে। একটা খারাপ অনুভুতি।খুব খারাপ
--সপ্ন দেখেছ পরী। শান্ত হও
-না সপ্ন না আমি সত্যি অনুভব করেছি
তাইফ আমার কথা কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিল না।
কিন্তু আমি সিউর প্রথমটা সপ্ন হলেও দ্বিতীয় টা সপ্ন না।
প্রথমের কথা আমি তাইফকে ব লতে পারি নেই।
তাইফ আমার হাত ধরে বিছনায় নিয়ে গেল বলল
-পরী তুমি ঘুমাও আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি
আমি তাইফের কথামত শুয়ে পড়লাম।
তাইফ আমার কপালে একটা আদ র দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল।
আমার লজ্জা লাগছিল কিন্তু সবচেয়ে বেশি ভয়।
আজ এক রাত্রের মধ্যে অনেক কিছু হয়ে গেছে পরে ঘুমালাম।
ঘুম সকালে খুলল।
কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম তাইফ রুমে নেই।সকাল ৭টা বাজে তাই আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম রান্নাঘ রে একটা মেয়ে রান্না করছে।মে বি কাজের মেয়ে
আমি ওকে তাইফের কথা জিজ্ঞেস করলাম
মেয়েটি কোন কথাই বলছে না। বড় আজব।
নাম জিজ্ঞেস করলাম কিন্তু তাও বলল না
এত কথা জিজ্ঞেস করছি তাও বলছে না।
আমি গ্রামের মেয়ে হয়ত শহরে সবাই খুব ভাবে থাকে তাই আর কিছুই জিজ্ঞেস করি নাই।মেয়েটা
চায়ের জন্য গররম পানি নামাতে গিয়ে গরম পানি ছিটে আমার হাতে আসল।
মেয়েটি সাথে আমার পা ধরে ক্ষ মা চাইল।ব্যাপারটি খুব অদ্ভুত লাগল
আমার হাতে এক ফোটা গরম পানি এসেছে আমি টের পর্যন্ত পাই নেই।
তাতেই এমন করছে আমি অকে বললাম,যাও ক্ষমা করেছি।
এই বলে ঘরের। দিকে আসতেই মেয়েটি চিৎকার দিল,,,আপা গো
আমি যেয়ে দেখলাম ওর হাত অর্ধেক পুড়ে গেছে
গরম পানিতে।
আমি অবাক হয়ে গেলাম কি করব বুঝতে পারছিলাম না এগুলা কি হল ...
.
চলবে....
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url