Breaking News

As--as দ্বারা গঠিত ইংরেজি বাক্য

As Bitter As Gall. ➟ বিষের মত তেতো।
As Black As Coal. ➟ কয়লার মত কালো।
As Blind As Bat. ➟ বাদুরের মত অন্ধ।
As Brave As Lion. ➟ শিংহের মত সাহসী।
As Bright As A Day. ➟ দিনের মত উজ্জ্বল।
As Brisk As Butterfly. ➟ প্রজাপতির মত চঞ্চল।
As Brittle As Glass. ➟ কাচের মত ভঙ্গুর।
As Busy As Bee. ➟ মৌমাছির মতো ব্যস্ত।
As Busy As Bee. ➟ মৌমাসির মত ততপর।

As Changeable As Weather ➟ আবহাওয়ার মত পরিবর্তনশীল।
As Cheerful As Lark. ➟ ভরত পাখির মত আনন্দপূর্ণ।
As Clear As Crystal. ➟ স্কটিকের মত স্বচ্ছ।
As Clear As Day. ➟ দিনের আলোর মত পরিস্কার।
As Cold As Marble. ➟ পাথরের মত ঠান্ডা।
As Cool As Cucumber. ➟ শশার মত ঠান্ডা।
As Cunning As A Fox. ➟ শেয়ালের মত ধুর্ত।
As Dark As Pitch. ➟ পীচের মত কালো।
As Dead As Stone. ➟ পাথরের মত প্রাণহীন।
As Dry As Dust. ➟ ধুলোর মত শুকনো।
As Fair As A Rose. ➟ গোলাপের মত সুন্দর।
As Fierce As A Tiger. ➟ বাঘের মত ভয়ংকর।
As Firm As Rock. ➟ পাষানের মত দৃঢ়।

As Fit As Fiddle. ➟ বেহালার মত কর্মক্ষম।
As Free As Air. ➟ বাতাসের মত স্বাধীন।
As Free As Wind. ➟ হাওয়ার মত স্বাধীন।
As Fresh As A Rose. ➟ গোলাপের মত তাজা।
As Fresh As A Rose. ➟ গোলাপের মত সতেজ।
As Fresh As Dew. ➟ শিশিরের মত তাজা।
As Gentle As Lamb. ➟ মেষশাবকের মত শান্ত।
As Good As Gold. ➟ সোনার মত খাটি।
As Grave As A Judge. ➟ বিচারকের মত গম্ভীর।
As Greedy As Wolf. ➟ নেকড়ের মত লোভী।
As Green As Grass. ➟ ঘাষের মত সবুজ।




No comments

info.kroyhouse24@gmail.com