Breaking News

কবিতা সমগ্র

 কবিতা - বাপের প্রিয় অতিথি

-----------------------------------------

জন্ম থেকেই বাপের ঘরে
মেয়ে প্রিয় রাজকুমারী,
সুখের খোঁজে সিঁদুর নিয়ে
ছাড়বে বাপের বাড়ি।
যাদের জন্য দেখল চোখে
এই পৃথিবীর আলো,
তাদের ছেড়েই অন্য ঘরে
মেয়ে থাকবে অনেক ভালো।
বিয়ের পরে বাপের বাড়ি
যখন তখন যাওয়া বারন,
বাপের বাড়ি বেড়াতে যায়
দু-চার দিনের কারণ।
বাবার হলো ভিশন অসুখ
মেয়ে দেখতে যাবে তাকে,
বাবার বাড়ি যাওয়ার জন্য
শ্বশুর বাড়ির অনুমতি লাগে।
যে বাড়িতে জন্ম হলো
গড়লো সাধের জীবন,
সেই বাড়িটাই পর হয়ে যায়
সিঁদুর যাহার কারণ।
আপন নৌকা ছেড়ে দিয়ে
ওঠে পরের নায়,
জন্ম দ্বাতা পিতার কাছে
মেয়ে কুটুম হয়ে রয়।
সারা জীবন বাবার কাছে
মেয়ে উন্নয়ন সারথী,
বিয়ের পরে সেই মেয়েটি
হয়ে যায়, বাপের "প্রিয় অতিথি "।
.

একটি নষ্ট প্রহর
-------------------------
দুর্দান্ত পিপাসার্ত রোমান্স,
জীবন বিষাক্ত,মদিরায় ডুবে যায়,
একটি জীবন্ত লৌহ পুরুষ ।
হোম ক্লাবের দরজার ফ্রেমে,
বেশ্যার লিবিষ্টিক লাগানো ঠোঁটে,
দেহ-মন উরে রায়,স্বপ্নের হানাহানি ।
যৌবন জীবন জনার্দন ,হাহাকার,
ক্লাবের সদস্যদের তাগিদায়,
প্রতিপক্ষের উন্মুক্ত আলিঙ্গন ।
স্বপ্ন হাড়া নিলাজী নষ্টালজিক,
মানুষ অমানুষের মতো ,
নির্ভেজাল অর্দ্ধনগ্ন রমণী ও মাতাল প্রেমিক।
প্রসাধনে প্রলেপ, সেঁজে গুঁজে,
ষোড়সী কিংবা কিশোরী ,
নিয়ন লাইটের মৃদু আলোয়,
অর্দ্ধনগ্ন প্রৌঢ় রমণীর মীসিল।
অতল ত্রাসে,ভদ্রামির সীমা ছেড়ে,
বস্ত্র বিধ্বস্ত কেড়ে নেয় উদ্দ্যাম সতীত্ব,
বক্ষ আলিঙ্গনের একটি নষ্ট ছবির ।

.
কবিতা -ভালোবাসা
----------------------------
প্রথম দেখায় আমি বুঝিনি তোমার
দুষ্ট মিষ্টি হাসির গভীরের রহস্য কথা।
বুঝার আগেই তুমি করেছো উন্মোচন
হৃদয়ের বন্ধ দুয়ারের গভীর ভালোবাসা।
চার চোখের অন্তরদৃস্টির বিনিময় হয়ে গেলো
কপোত-কপোতীর তবো প্রতিক্ষার অবসান।
প্রবাহমান নদীর ধীর স্রোতের অবগাহন
ধীরে ধীরে মিলিত হলো মোহনার স্থলে।
উত্তাল স্রোতের, উথাল পাথাল ঢেউয়ের টানে
পথ হারায়নি আমাদের দু'জনার দু'টি হাত।
রয়ে গেলাম আজও আমরা ফুল আর ভোমর হয়ে
সাজালাম ফুলে ফলে ভরা প্রতিক্ষার কুঞ্জকানন।
রয়ে যাবে মোদের দু'টি হাতের বন্ধন যতই আসুক
ঝড়ঝাপটা, উথাল পাথাল ঢেউ, বৈরী আবহাওয়া।
থাকে যদি পরকাল বলে কিছু আমরা থাকবো
একইভাবে, একই বন্ধনে, তবো হংসমিথুন হয়ে।



No comments

info.kroyhouse24@gmail.com