কবিতা - নজরুল
ভাবি যখন একুল ওকুল
মনে পড়ে কবি নজরুল
শিকল পরার ছল
বাড়ায় মনের বল।
চুরুলিয়ার ছোট্ট ছেলে
যখন একটু বড় হলে
কলমখানি হাতে নিলে
লেখায় তার আগুন জুলে।
লিখতে লাগল দারুণ দারুণ
গান আর কবিতা
কবির সুরেই বেরিয়ে এলো
সংঘাত, মিলন, একতা।
একই বৃত্তে দুটি কুসুম
হিন্দু ও মুসলমান,
এটা ছিল নজরুলের
একতার জয়গান।
অনেক কষ্ট পেলেও তিনি
মাথা নোয়াননি
বিদ্রোহী কবির বিদ্রোহী কবিতা
আলোর স্পর্শ খনি।
মৃত্যুকালে তিনি হলেন
একেবারে বাক্যহারা
তার কবিতা সবার প্রেরণা
তিনি মহান, তিনি সবার সেরা।
মহান
বিনয় বাদল দীনেশ
আর বাঘাযতীনের যুদ্ধ
ক্ষুদিরাম প্রফুল্ল চাকীর দেশপ্রেম
সবারে করে মুদ্ধ।
দেশবন্ধুর সব দান ধ্যান
পবিব্রতায় আবদ্ধ,
মাতঙ্গিনীর বুক ভরা রক্ত
দেশকে করল শুদ্ধ।
সবাই আমরা মনে রাখব
দেশমাতৃকার ঝণ,
মাতৃভূমিই স্বপ্রভূমি
আমরা যে স্বাধীন।
এসো আমরা সবারে জানি
গনি আত্মবলিদান
যাদের জন্য আমরা স্বাধীন
তারা থাকুক মহান।
No comments