কবিতা - কোথায় ও লাইনজীবী


যাচ্ছো কোথায়? বামন ঘাটা

থাকবে কোথায় চিংড়িহাটা

কতটা পথ? পায়ে হাটা

মানেটা কী? পোস্ত বাটা

স্বাস্থ্যের জন্য? সজনে ডাটা

সুগার আছে? চিনিতে ভাটা

জোয়ার ভাটা? গঙ্গা কাটা

জামা কাপড়? সবটা ফাটা

যাচ্ছো কেন? হলুদ বাটা

মানেটা কী? মাথা ফাটা


ওষুধ লাগাওনি? ভেজাল আটা

আটার ওষুধ? ভেজাল সবটা

কী করবে তাহলে? মাথাটা মোটা

সারবে কেমনে? মুখ ঝামটা

ভয় পাচ্ছো£ জোয়ার ভাটা

জীবনের নাম? নেই জন্মভিটা।


লাইনজীবী


তোমার জীবিকা কী? লাইনজীবী

তার মানে? আজগুবি

কাজটা কী? হাবিজাবি

কা'ঘন্টা কাজ? কভি কভি

মাইনে কত? তাইতো ভাবি

ভাবার সময়ঃ খাই খাবি!

কাজের সংজ্ঞা? মুখে চাবি

ভবিষ্যৎ কী? ভরাডুবি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url