Breaking News

কবিতা- দিন আনি দিন খাই


 আমরা যারা দিন আনি, দিন খাই,

আমরা যারা হাজার হাজার দিন খেয়ে ফেলেছি,

বির দিন, মেঘলা দিন, কুয়াশা ঘেরা দিন,

স্টেশনের প্ল্যাটফর্মে অধীর প্রতীক্ষারত দিন,

অপমানে মাথা নিচু করে চোরের মতো চলে যাওয়া দিন,

খালি পেট, ছেড়া চটি, ঘামে ভেজা দিন,

নীল পাহাড়ের ওপারে, সবুজ বনের মাথায় দিন,

নদীর জলের আয়নায়, বড় সাহেবের ছুলের বাগানে দিন,

নৌকোর সাদা জালে ঢেউয়ের চূড়ায় ভেসে যাওয়া দিন,

রোদে পোড়া, আগুনে জলা রাস্তায় রাস্তায় ঘোরা দিন,

হৈ হৈ অট্রহাসিতে কলরোল কোলাহল ভরা দিন,

হঠাৎ দক্ষিণের খোলা বারান্দায় আলো ঝলমলে দিন--.

এই সব দিন আমরা কেমন করে এনেছিলাম, কিভাবে,

(কেউ যদি হঠাৎ জানতে চায়, এ রকম একটা প্রশ্ন করে,

আমরা যারা কিছুতেই সছুত্তর দিতে পারবো না,

কিছুই বলতে পারবো না, কোনো ব্যাখ্যা দিতে পারবে! না

কি করে আমরা দিন এনেছিলাম,

কেন আমরা দিন আনি, কেন আমরা দিন খাই

কেমন করে আমরা দিন আনি, দিন খাই।

No comments

info.kroyhouse24@gmail.com