Breaking News

কবিতা - সন্ধ্যাবেলার বারান্দাতে


আবার যদি সোনার ফ্রেমে

আবার সেই রানীর ছবি,

আবার যদি জনম হয়

হই কি আমার সহী হবি।

ই কি আদার অস্ত জীবন

ভাতকাপড়ের বালাই শেষ,

কদমতলায় বকুলফুল

একটা জীবন এক নিমেষ ।

গন্ধে আশে সৌরভেতে

একটা জীবন পগারপার,

সনধ্যাবেলার বারান্দাতে

আমার তুই, তুই আমার |

গত জন্মে এই জন্মে

হই কি কিছু তেবেছিলি,

জীবনটা কি ঘোলাসকুডি

আমের কুষি, পানের খিলি?

জীবনটা যায় যেমন তেমন

আরেক জন্ম সামনে এলো

(সেই জন্যে ছন্দ পদ্ত

এই রকমই থাকবে খেলো।

এই রকমই উঠবে রোদ 

এই রকমই চাদের আলো,

এই!রকমই মানুষজন

সবাই খারাপ, সবাই ভালো ।

এই রকমই বাজারদর

একটু টান, একটু চড়া,

নুন আনতে পান্তা শেষ 

তবুও দিন স্বপ্ন ভরা।

তাইতো যদি বলিস তুই 

পরের জন্মে সথী হবি,

আরেক জীবন বাচতে পারে 

তোর সেদিনের যূর্থ কবি।

No comments

info.kroyhouse24@gmail.com