Breaking News

কবিতা- প্রজাপতিদের ইতিহাস ও স্টুপিড


লাল প্রজাপতিদের সঙ্গে সবুজ প্রজাপতিদের

দীর্ঘ বন্ধুত্বের ইতিহাস লেখার সময় এখনো! আসেনি ।

এখন অনেকদিন ধরে কঠোর নজর রাখতে হবে

সদাসর্বদাই তাদের পরস্পর আচরণ

সৌনর্যপূর্ণ কিনা,

কখনো ভাটা পড়ে কিনা তাদের সহজ সম্পর্কে?

তেমন যদি দরকার হয়,

প্রজাপতিদের ইতিহাস রচনার আগে

ঘাসফুল, লতাপাতার সঙ্গে

বিশেষ আলোচনা করতে হবে এ নিয়ে

কারণ তারা প্রকৃতই জানে

প্রজাপতিরা কিরকম ।

রাত দিন প্রজাপতিদের সঙ্গে তাদের ওঠাবসা

সুতরাং প্রজাপতিদের ইতিহাস রচনার আগে

ঘাসফুল, লতাপাতার পরামর্শ নিতে হবে

তেমন প্রয়োজন হলে

তাদেরই অস্থরোধ করতে হবে

প্রজাপতিদের ইতিহাস লেখার জন্যে ।


স্টুপিড


মেঘলা আকাশের নীচে দু'জন স্টপিড বসে আছে

পুকুরের ধারে সবুজ মাটির মধ্যে

যখন রোদ উঠবে

তখন ওদের কিন্নুর কিন্নরীর মতো দেখাবে ।

কিন্তু আজ আর সুর্যের আশা নেই

রোদ উঠবে, চারদিক ঝলমল করে উঠবে

সেই আগামীকাল সকালে

ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য

স্টপিডদের হবে না।

No comments

info.kroyhouse24@gmail.com