সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ এর আম ডেলিভারি শাখা সমূহ

আপনি যদি সুন্দরবনে আম আনতে বা পাঠাতে চান তাহলে আপনাকে আম ডেলিভারি অফিস সমূহের তালিকা জানা খুবই জরুরী তা না হলে আপনাকে কিছুটা বিড়ম্বনায় পড়তে হবে। আপনার আশে পাশে সুন্দরবন কুরিয়ারের কোন শাখা আছে তা আপনার জানা জরুরী কারন সুন্দবনের সকল শাখাতেই প্রচুর পরিমানে লোকের সমাগম হয় সেহেতু আপনাকে আগে থেকেই কিছু ইনফরমেশন নিয়ে রাখা ভালো।


সুন্দরবন কুরিয়ারের সিলিং কি?

বিশেষ করে সন্ধার দিকে সুন্দরবন কুরিয়ারে আম বুকিং দিতে গেলে বুকিং অফিসার বলে থাকে সিলিং নাই বুকিং হবে না। আসলে সিলিং কি? সিলিং হচ্ছে একটি অফিসের কতগুলো পরিমান আম ডেলিভারি করতে পারবে সেই পরিমান ঐ অফিসের কোডে ফিক্সড করে দেয়া তার বেশি বুকিং করতে পারবে না । এটা সাধারনত কাষ্টমারের ভালো সার্ভিস দেয়ার জন্যই এই পদ্ধতিতে সফ্টওয়্যারে পরিমান নির্ধারন করে দেয়া হয়েছে। যেমন একটা উদাহারন হিসাবে বলা যেতে পারে যে মিরপুর-১০ অফিসে পনেরশত(১৫০০) ঝুড়ি আম বুকিং করতে পারবে। যখনই ১৫০০ ঝুড়ি বা ক্যারেট বুকিং হওয়ার পর ঐ শাখায় আর বুকিং হবে না। 


নিচে সুন্দরবন কুরিয়ারের আম ডেলিভারি অফিস সমূহের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দেওয়া হলোঃ-




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url