মিথ্যা অপবাদে অপরাধী । পর্ব -০৬
পরের ফিন সকালে আমান সাহেব, রহমান সাহেব, অনন্যা , লাকি আবিরের রোমে যায়। রুমে গিয়ে দেখে কাদার কারনে আবিরের চোখ আগে থেকে ফুলে আছে।
-- কি হয়েছে তোমার কাঁদছো কেন। (আমান সাহেব)
-- না আঙ্কেল আম্মুর কথা মনে পড়ছে অনেক (আমি)
-- কি হয়েছে তোমার মায়ের। আর এভাবে কেও কাঁদে। (আমান সাহেব)
আমি মনে মনে বল্লাম, আমার সাথে যা হয়েছে৷ তা আপনাদের কিভাবে বলি। যএখানে আমার আপন জনেরা আমাকে বুঝল না 
-- কি হল চুপ করে আছ কেন? (আমান সাহেব)
-- কী বলবো? (আমি)
-- আমরা তোমাকে যা বলেছি তার উত্তর দেও (সকলে)
মনে মনে, আমি কিভাবে বলব। তাদের সত্যি বলবো নাকি মিথ্যা বলবো বুঝতে পারছি না।নিজেকে সামলে নিয়ে বল্লাম.. ….....
-- আসলে পরীক্ষাই খারাপ করাই আম্র বড় ভাই আমকে অনেক মারে এবং বকা দেই যে কারনে আমি বাসা থেকে এসে পড়েছি
-- তুমি মিথ্যা বলছ কেন? (অনন্যা)
অর কথাই আমি কিছুটা ঘাবড়ে গেলাম।তবুও বল্লাম
-- ক ক কই মিথ্যা বল্লাম?
-- তোতলাচ্ছ কেন? (অনন্যা)
আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে ভাবতে থাকলাম।
-- উত্তর দাও না কেন?
কালকে রাত্রে কার সাথে কথা বলছিলে? কিসেরই বা অপবাদ নিয়ে বাড়ি থেকে বের হয়েছ?(অনন্যা)
আমি অর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই আর ভাবতে থাকি সে কিভাবে জানল?
না ওদের মিথ্যা বল্লে হবে না সত্য টা বলতে হবে।আমি নাহই এদের সাথেই আমার ঘটে যাওয়া ঘটনা টা শেয়ার করি।আর নিজের কষ্টের কথা অন্যকে বল্লে নিজেকে একটু হালকা মনে হই
। তাই আমি ওদের৷ সব কিছু বল্লাম
(বাসা থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত)
বলার পর খেয়াল করলাম উনাদের চোখে পানি তাই আমি আবারো নিচের দিকে তাকালাম।
-- সকলে নিচে চলো। আবির তুমি ফ্রেশ হয়ে নিচে আস নাস্তা করতে (আমান সাহেব)
তারপর সকলে নিচে চলে গেল আর আমিও আঙ্কলের কথামতো নিচে নাস্তা করতে আছলাম। এসে দেখি তারা আমার জন্য না খেয়ে ওয়েট করতেছে। আমি আসতেই আঙ্কল বসতে বল্লেন।আমি মাথা নাড়িয়ে বসে খেতে লাগলাম। খাওয়ার মাঝে কেও কোনো কথা বলেনি।আমি খেয়ে আমার রুমে চলে আছলাম।মায়ের কথা মনে পড়তেই আবার চোখটা ভিজে উঠলো। এমন সময় খেয়াল করলাম আমার রুমে কেও একজন আসল। আমি চোখ মুছার বৃথে চেষ্টা করলাম।
-- আবারও কান্না করছ কেন?( অনন্যা)
-- মায়ের কথা মনে পড়ছিল।আচ্ছা বাদ দেও।
-- শুনো আমি তোমার সাথে যা করেছি তার জন্য স্যরি।(অনন্যা)
-- আমি কিছু মনে করিনি, 
তার কিছুক্ষন পরে লাকিও আমার রুমে আছল। তাদের সাথে গল্প করতে 12 টা বেজে গেছে তা খেয়াল করি নি তাই তারা চলে গেল আর আমি গোসল করলাম এবং তার কিছুক্ষন পড়ে আজান দিল আমি নামাজ শেষ করলাম। তখন একজন এসে বলল আঙ্কল নিচে খেতে ডাকছেন। গাই আমি নিচে চলে গেলাম। আমাকে বস্তে বলাই আমি বসে পড়লাম এবং লাঞ্চ করলাম। তারপর আমি আমার রুমে এসে পড়লাম। অপরদিকে লাকিরা চলে গেল। শরিল টা খারাপ থাকাই আমি গুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙার কিছুক্ষন পর অনন্যা আছল।
-- তোমার শরীর কেমন লাগছে?( অনন্যা)
-- এইতো ভালোই
-- আচ্ছা ছাদে চলো ছাদে যাই তাহলে ভাল লাগবে।
-- আচ্ছা চল(আমি)
চলবে....
