Breaking News

জীবন ঘুড়ি / কুচবরন কন্যা / ফিরে আসা / রূপ কুমারী

 জীবন ঘুড়ি

উড়ে গেল উড়ে গেল
লাটাই ছেড়ে ঘুড়ি,
আর পাবেনা ফিরে তাকে
যতই টান দড়ি।
সুতো ছাড়ার আগে যদি
ছাড়তে হিসেব করে,
হিসেব করে ছাড়লে ঘুড়ি
তোমায় যেতনা ছেড়ে।
ছিঁড়ে গিয়ে পড়বে ঘুড়ি
হয়তো কারো চালে,
নয়তো পেয়ে ছিড়বে তাকে
কোনো দামাল ছেলে।
জীবন সুতো ছাড়ার আগে
হিসাব করে ছাড়ো,
ছাড়ার আগে শক্ত করে
লাটাই হাতে ধরো।
---------------------------------------------------------------------------------------------------------------

কুচবরন কন্যা

জগতের সব কালো রং বুঝি
বিধাতা আমারেই করিয়াছে দান।
কপোল জুড়ে জুটিতেছে তা-ই
অজস্র লাঞ্চনা-অপমান!
মুখ বুঁজিয়া সহিতেছি সবই
করিতেছি নিরব আর্তনাদ!
নিজেরে আমি ভুলিয়াছি আগেই
এখন ভুলিতেছি প্রতিবাদ!
আমারে লইয়া কতো কানাঘুঁষা চলে
উপহাসও করে বটে,
আপন মানুষেরা নাহি দেয় ছাড়
কিঞ্চিৎ তাঁদের থেকেও জুটে।
---------------------------------------------------------------------------------------------------------------
ফিরে আসা
আবার এসেছি ফিরে,
তোমাদের সুন্দর পরিবারে।
ভালোবাসায় দিয়েছো ভরিয়ে,
দ্বিধাদ্বন্দ্ব না করে।
পেয়েছি অনেক ভালোবাসা,
দিয়েছো মোরে সম্মান।
এটাই আমার কাছে অমূল্য ধন,
দেহে আছে নিঃশ্বাস যতক্ষণ।
লিখেছি কত কিছু মনের অগোচরে,
পড়েছো তোমরা একাগ্র চিত্তে ভালোবেসে।
কবি সম্মানে করেছো ভূষিত,
বিদায় বেলায় এসে।
তোমাদের ভালোবাসা পাবার আশায়,
বেঁচে আছি ছোট্ট কুঁড়েঘরে।
যতক্ষণে তোমরা জানবে,
যাব চলে আমি বহুদূরে।
--------------------------------------------------------------------------------------------------------------
রূপ কুমারী
আকাশে হলো গাড়ো কালো
প্রিয়ার মনটা ভীষণ ভালো
ছুঁইবে বৃষ্টি জল,
চায়ের কাপে চুমু রেখে
তুলবে ছবি বৃষ্টি মেখে
করবে মন বদল।
কারুকার্যের রূপ কুমারী
জগৎ জুড়ে তাহার আড়ি
মন যে তাহার ফুল,
ফুলের লাহান মুখখানা তার
রেশমি চুলে ফুলের বাহার
রাজকুমার ব্যাকুল।
ডাগর ডাগর চোখ দু'খানা
হাসিতে হয় জগৎ ফানা
মন করে চঞ্চল,
তার মনেতে মজে আছি
ভীষণ ভালো তাকে বাসি
মন যে তার পাগল।



No comments

info.kroyhouse24@gmail.com