Breaking News

কবিতা- বাঁশি । কবি- রবীন্দ্রনাথ ঠাকুর



রবীন্দ্রনাথের বাঁশি

 যারা গান গাইতো বাঁশিতে আঙুল রেখে, 

যারা কবিতা লিখতো মধ্যরাতে, সেইসব চাষী, 

সেইসব কারখানার শ্রমিক, যারা ইস্পাতের 

আসল নির্মাতা, যারা তৈরী করতো স্নো-বিস্কিট, 

আমার জন্য শার্ট, নীলিমার জন্য শাড়ি, তারা এখন 

অন্য মানুষ, তাদের বাড়ি এখন প্রতিরোধের দুর্গ ।


যারা গান গাইতো বাঁশিতে আঙুল রেখে, 

যারা ছাত্র ছিল পাঠশালায়, বিশ্বের, সভ্যতার 

কিংবা প্রকৃতির, সেইসব ছাত্র -শিক্ষক -শ্রমিক 

একত্রে মিলিত হয়ে ওরা এখন অন্যরকম ;

ওরা এখন গান গায় না, ওরা এখন অন্য মানুষ। 

কাঠের লাঙল যারা চেপে রাখতো মাটির ঔরসে, 

সেইসব শিল্পী, সেইসব শ্রমিক,

যারা গান গাইতো বাঁশিতে আঙুল রেখে,

যারা স্বপ্ন দেখতো রাতে—; ধলেশ্বরী নদী-তীরে 

পিসীদের গ্রাম থেকে ওরা এখন শহরে আসছে।


কাঠের লাঙল ফেলে লোহার অস্ত্র নিয়েছে হাতে, 

কপালে বেঁধেছে লালসালুর আকাশ,

শহর জয়ের উল্লাসে ওরা রবীন্দ্রনাথকে বলছে স্বাধীনতা, 

রবীন্দ্রনাথের গানকে বলছে স্টেনগান। 

যারা কবিতা লিখতো রাতে, সেইসব চাষী

আজ যুদ্ধের অভিজ্ঞ-কৃষক

তোমার জন্য বন্দুকের নল আজ আমারো হাতের বাঁশি।

No comments

info.kroyhouse24@gmail.com