Breaking News

সুখ পাখি । পর্ব - ০৯



কলেজে....

খুব কষ্ট করে একটা রিক্সা মেনেজ করার পর অবশেষে কলেজে এসে পৌছালো আরু ।
রিক্সা থেকে নেমে সোজা চলে গেলো,, অডিটোরিয়ামে যেখানে সবাই কাজ করছে,, সেখানেই এক কর্নারে দাঁড়িয়ে শুভ্র ও আকাশ কথা বলছে মানে কোন বিষয় নিয়ে ডিসকাস করছে,
,আরু ধীরে ধীরে শুভ্র এর সামনে গিয়ে দাড়ালো,
,আরুকে দেখা মাত্র ই শুভ্র আকাশকে একটা কাজ দিয়ে পাঠিয়ে দেই,,
আকাশ চলে যাবার পরই শুভ্র আরুর দিকে তাকিয়ে বলে,,কাম উইথ মি,,
আরুঃ- কককেন?( তোতলানো গলায়)
শুভ্র ঃ-- Don’t talk,,just follow me!
বলেই শুভ্র হাটা শুরু করলো।
আরু আর কোন কথা না বাড়িয়ে শুভ্রর পিছনে পিছনে নিজেও দৌড় দিলো,,
শুভ্র আরুকে নিয়ে একটা রুমে নিয়ে যায় যেখানে টেবিলের উপর এক গাদা জিনিস পত্র...
শুভ্র ঃ-- এগুলো নিয়ে আমার সাথে এসো,,

এতোজিনিস দেখে তো আরুর মাথা ঘুরে যাবার দশা।
আরুঃ- এত জিনিস আমি নেবো?
শুভ্র ঃ-- হ্যা তুমি নিবা,তাছাড়া তো আমি আশেপাশে কোন মানুষ দেখছিনা যে সে নেবা,
,সুতরাং তোমাকেই নিতে হবে,,
আরুঃ- আমি নিবো না মানে নিবো না,,
শুভ্র ঃ-- কি বললা? আবার বলো,,
বলেই সে আরুর দিকে আগানো শুরু করলো,,
শুভ্র র আগানো দেখে আরুর তো গলা শুকিয়ে যাচ্ছে আর উপায় না পেয়ে সে রাজি হলো,,
আরুঃ- আরে আরে এমন আগাচ্ছেন কেন,,আমিই নিচ্ছি তো
বলেই সে জিনিস গুলো হাতে নিলো,,
শুভ্র ঃ-- কাম উইথ মি,, বলে শুভ্র হাটা শুরু করলো
আরুও শুভ্রের পেছন পেছন চলল,,
দুজন ই বায়োলজি ল্যাব এ গেলো,,
আরুর ও তার হাতের জিনিস গুলো টেবিলে রেখে যেই না চেয়ারে বসতে যাবে শুভ্র চেয়ার টা টান দিয়ে বসে গেল,,অগত্যা আরুকে দাড়িয়ে থাকতে হলো,,

কারণ,,
ল্যাবে শুধু একরাই চেয়ার ছিলো,,
আরুর মেজাজ তো তুমুল লেভেলের খারাপ হচ্ছে,,
আরুঃ- শা*লা বা*ন্দর,, হনুমান,,
নাইজেরিয়ার হাত্তি,,
বি*লাই না না শুধু বি*লাই না ধলা বিলাই,,
চেহারা না তো পুরা সাদা ভুত,,
এই বেডার উপ্রে নাকি কত মাইয়া কে'রাস খাইছে,
,এহহহ কি না চেহারা নাম রাখছে পেয়ারা,,
মন ডা কইতাছে এক স*ট দিয়া উ*গাণ্ডার রানীর কো*লে বয়াইয়া দেই,,শালা কু*ত্তা,,!!
আমাকে ওয়াস করা শেষ হলে কি কাজ শুরু করতে পারি??
বলেই শুভ্র আরুর দিকে পূর্ণ দৃষ্টি দিলো,,

কিন্তু আরুর তো সেদিকে কোন খেয়াল নেই সে তো তখনো শুভ্রকে ধুইতে ছিলো,,।
আরুঃ- নাহ শেষ হয় নাই,,শালা রে আজ সারাদিন বকলেও মনের শান্তি পামু না,
শুভ্র ঃ-- কিহ??এই কি বললা তুমি?
শুভ্রর ধমকে এতক্ষণে আরুর জ্ঞা'ন আসে সে কি বলে ফেলল!
এটা ভেবেই তো তার গলা শুকিয়ে আসছে,, এখন শুভ্র তাকে কি করবে!!
আরুঃ- আআবব স্যার! আমি কিছু বলি নাই তো,,হে হে ( মিথ্যা হাসি দিয়ে)।
শুভ্র ঃ-- তাহলে কি আমি ভুল শুনলাম?
আরুঃ- এমা না না কি যে বলেন না,,
শুভ্র ঃ-- যাও অফিস থেকে আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো,,
আরুঃ- আমি?

শুভ্র ঃ-- না তো কি আমি?( চোখ রাঙিয়ে)
আরুঃ- যাচ্ছি তো..এমন করেন কেন
বলেই আরু কফি আনতে চলে গেলো,,
আরু চলে যেতেই শুভ্র একটা মুচকি হেসে মনে মনে বলতে লাগলো,,
পাগলি একটা,,কখন যে বড় হবা?
এখন তোমাকে আমি কিছুই বলবো না,
,এখন শুধু তুমি আমাকে চিনবে যা করার তোমার এক্সাম এর পরেই করবো,,
এখন শুধু তুমি আমার সাথে সাথে থাকবে এবং কাজ শেষে আমরা চলে যাবো,,
ততক্ষণে আরু কফি নিয়ে হাজির,,
আরুঃ- এই নেন আপনার কফি,,
শুভ্র ঃ-- থ্যাংস,,বাট....
আরুঃ- আবার কি?
শুভ্র ঃ-- কফি তে কি ছু মিশিয়ে আনো নি তো?
আরুঃ- আপনার কি তাই মনে হয়,,( আরু চোখ গুলো ছোট ছোট করে শুভ্র কে প্রশ্নটা করে)
শুভ্র ঃ-- না তবে তোমাকেও তো বিশ্বাস ও নেই,,কখন যে কি করে বসো,,
আরুঃ-- মানে?
শুভ্র ঃ-- মানে,, এখন তুমি এখান থেকে অল্প খেয়ে প্রুভ করবা যে এখানে কিছু মিশানো নেই,,
সিম্পল!

আরুঃ- ওকে ওকে,,খাচ্ছি,,
বলেই আরএ কফিতে ছোট করে এক চুমুক দেওয়া মাত্র ই শুভ্র কফির কাপ টা আরুর কাছ থেকে নিয়ে যায়,,
শুভ্র ঃ-- ওকে এখন যাও,,
অডিটরিয়াম থেকে কিছু কাগজ পত্র নিয়ে আসো,,
নিচে আকাশ আছে গিয়ে বললেই ফাইল টা দিয়ে দেবে,,
আরুঃ- যাচ্ছি...
আরু নিচে গিয়ে দেখে আকাশ নিচে কিছু ছেলেদের সাথে কথা বলছে,,,
আরু আকাশের সামনে গিয়ে দাড়ালো,,
আরুঃ- আকাশ ভাইয়া...
আকাশ আরুর দিকে ফিরে একটা হাসি দেই,,
আকাশ ঃ-- আরে আরু যে,,কিছু লাগবে?
আরুঃ- আপনার ওই খ*চ্চর বন্ধু কি একটা ফাইল নিতে পাঠাইছে,,
আকাশঃ-- কে? শুভ্র? ( আকাশ শুভ্র কে নাম ধরেও ডাকে আবার ভাই ও ডাকে,, এটা তার মুড এর উপর নির্ভর করে)
আরুঃ- হুম..

আকাশঃ- শুভ্র কে খ*চ্চর বললা?
বলেই আকাশ হাসতে শুরু করলো,,
আরুঃ- ওফফ আকাশ ভাই হাসবেন নাতো,,আমার জীবন পরা তেজপাতা বানাই দিতেছে,,
আকাশ ঃ-- ওমা তাই নাকি,,
আরুঃ- হু তাড়াতাড়ি ফাইল টা দিয়ে দেন না হলে আবার দেরি হলে বকা শুরু করবে..
আকাশ ঃ-- আচ্ছা দাড়াও আমি নিয়ে আসছি বলেই
আকাশ ফাইল টা নিয়ে আসতে গেলো,,
আবার ফাইল নিয়ে এসে বলল.
আকাশ ঃ-- এই নাও ফাইল,,
আরু ঃ-- ধন্যবাদ ভাইয়া বলেই আরু সেখান থেকে চলে যায়,
বায়োলজি ল্যাবে...
আরুঃ- এই নেন আপনার ফাইল!!
শুভ্রঃ-- থ্যাংকস,, পাশের রুম থেকে একটা চেয়ার নিয়ে আসো..।
আরুঃ- কেন?
শুভ্রঃ-- মেয়ে তুমি বেশি প্রশ্ন করো,,যা বলছি তাই করো,,
আরুঃ- ওকে ওকে...

আরু পাশের রুম থেকে একটা চেয়ার নিয়ে আসে,,
শুভ্র ঃ-- হুম এবার এখানে বসো,,
আরু ও বিনাবাক্যে বসে পড়ে,,।
শুভ্র একটা কলম আরুর দিকে এগিয়ে দিয়ে বলে..
এই নাও কলম,,এই ফাইলে সিগন্যাচার করো,,
আরুঃ- কেন? আর এটা কিসের প্যাপার?
শুভ্র ঃ-- তুমি কি ডাক্তার হতে চাও?.
আরুঃ-- হ্যা অবশ্যই,,
শুভ্র ঃ-- এই পেপার গুলো হলো মেডিক্যাল এর জন্য যারা আগ্রহী তাদের জন্য আলাদা কোচিং ব্যবস্থা,করা হয়েছে,,এই কলেজের সবার থেকে সাইন নেয়া হবে,,এখন তুমি তোমার টা করো,,।
আরুঃ- ওহ আচ্ছা,,।
আরু আর কিছু না ভেবে সব পেপারে সাইন করে দেই,,
সাইন করা শেষে শুভ্র পেপার গুলো নিয়ে নেই,,
তারপর আরুকে শুভ্র মেডিক্যাল এর কিছু বেসিক জিনিস গুলো বুঝিয়ে দেই এবং কিছু এসাইনমেন্ট দিয়ে দেই,,
আরুও লক্ষি মেয়ের মতো বুঝে নেই,,।
ছুটি শেষে শুভ্র আরুকে বাসা পর্যন্ত ছেড়ে যায়,,

এভাবে চলে যায় না এক মাস..
এই এক মাসে আরুকে শুভ্র নানান ভাবে হে'নস্তা করছে আবার আরুও শুভ্রের নানান কাজে সমস্যা করেছে,,
এক মাস পরে সবার কাজ শেষে শুভ্ররা নিজেদের কলেজে চলে যায়,,
আরুদের পরীক্ষা ও কাছিয়ে যায়,,।
আরু এখন রাত দিন সমানে পরছে যেন এইচ এস সি তে তার ভালো রেজাল্ট হয়,,,,
তেমনি একদিন----

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com