Breaking News

দোয়ার ভান্ডার- সব দোয়া অর্থ ও ফজিলত

 কাপড় পরার দুআ'

الحمد لله الذي كساني هـذا الـتـوب) ورزقني من 

غـيـر حـول مـنى ولا قوة *

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাশী কাছা-নী হা-যা (আস্সাওবা) ওয়া রাঝকাব্বানী-হি মিন্ গাইরি হাওলিম্ মিন্নী ওয়ালা কুওওয়াতা।


অর্থ: সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এটা পরিধান করিয়েছেন এবং আমার শক্তি ও সামর্থ ছাড়াই তিনি আমাকে এটা প্রদান করেছেন।

-আবূ দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ, এরওয়াউল গালীল ৭/৪৭


নতুন কাপড় পরার দুআ'

اللهم لك الحمد أنت كسرتنيه، أسـألـك مـن خـيـر

وخير ما صنع له، وأعوذ بك من شره وشر ما صنع له


উচ্চারণ: আল্লা-হুম্মা লাকাল হাম্দু আতা কাছাওড়ানী হি, আছআলুকা মিন্ খাইরিহী-ওয়া খাইরি মা-ছনাআ'লাহু, ওয়া আউ'-যু বিকা মিন শাররিহী ওয়া শাররি মা- ছনাআ' লাহু ।

অর্থ: হে আল্লাহ! সকল প্রশংসা তোমারই জন্য। তুমিই আমাকে এ কাপড় পরিয়েছে। তোমার সমীপে আমি এর মধ্যে নিহিত কল্যাণ ও এটা যে জন্য তৈরি করা হয়েছে সেসব কল্যাণ প্রার্থনা করছি। আমি এর অনিষ্ঠ এবং এটা তৈরির অনিষ্ট থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি।

-আবূ দাউদ, তিরমিযী এবং আল্লামা আলবাণীর মোখতাসার শামায়েলে তিরমিযী ৪৭


নতুন পোষক পরিধানকারীর জন্য দুআ'

لي ويخلف الله تعالى *


উচ্চারণ: তুব্‌লী-ওয়া ইলিফুল্লাহু তাআ'লা।

অর্থ: যথা সময়ে পুরাতন হয়ে বিনষ্ট হবে এবং মহান আল্লাহ এর স্থলাভিষিক্ত করুক।

-আবূ দাউদ ৪/৪১


الـيـس جـديـداً، وعش حميداً ومـت شـهيـداً *

উচ্চারণ: ইলবাছ জাদীদান, ওয়া ঈশ্ হামী-দান্ ওয়ামুত্ শহীদান্।

অর্থ: নতুন পোষক পরিধান কর, জীবন যাপন কর প্রশংসিতরূপে এবং মৃত্যুবরণ কর শহীদরূপে।

-ইবনে মাজাহ ২/১১৭৮, বাগাওয়ী ৪১/১২, ইবনে মাজাহ ২/২৭৫


কাপড় খুলে রাখার সময় পড়ার দুআ'

يـشـم الـلـه

বিছমিল্লাহ।

অর্থ: বিস্‌মিল্লাহ, আল্লাহর নামে থুলে রাখলাম

-তিরমিয়ী ২/৫০৫, প্রমুখ এরওয়াউল গালীল এর ৪৯ এবং সহীহ আল জামে, এর ৩/২০


টয়লেটে প্রবেশের সময়ের দুআ'

يـــم الــم اللـهـم إنـي اعـر مـن مـن الـخـبـت 

بك 

والخبايت *

উচ্চারণ:  (বিছমিল্লাহ্) আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল্ থুবসি ওয়াল খাবাইসি।

অর্থ: (বিস্‌মিল্লাহ) হে আল্লাহ! আমি তোমার সমীপে অপবিত্র জ্বিন নর-নারীর (ক্ষতি) থেকে আশ্রয় প্রার্থনা করছি। 

-বুখারী ১/৪৫, মুসলিম ১/২৮৩


বাথরুম থেকে বেরুনো সময়ের দুআ'

غفرانك

গুফরানাকা।


অর্থঃ হে আল্লাহ! আমি তোমার মার্জনা প্রার্থনা করছি। 

-আবূ দাউদ, ইবনে মাজাহ

ওযূর পূর্বের যিক্-র

يـشـم الـلـه

বিছমিল্লাহ।

অর্থ : আল্লাহর নামে শুরু করলাম। 

-আবূ দাউদ, ইবনে মাজাহ ও আহ্-মাদ


ওযূর শেষে পড়ার দুআ'

أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن

محمداً عبده ورسوله *

উচ্চারণ: আশ্হাদু আল্ লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু লা-শারীকালাহ্- ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান্ আ'বদুহ ওয়া রাসূলুহ।

অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই, তিনি এক, তার কেন অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আ'লাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও প্রেরিত রাসূল ।

-মুসলিম ১/২০৯

لني مـن الـــوابـيـن واجعلني من اللهم اجعلني

المتطهرين *

উচ্চারণ: আল্লাহুম্মাজ্ আ'ল্‌নী মিনাত্ তাওওয়া-বী-না ওয়াজ্‌ আ'ল্‌নী মিনাল্ মুতাতহহিরী-না।

অর্থ: হে আল্লাহ! তুমি আমাকে তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের মধ্যে গণ্য কর। 

-তিরমিযী ১/৭৮

سبحانك اللهم وبحمدك، أشهد أن لاإله إلا أنت ،

أستغفرك وأتوب إلـيـك *

উচ্চারণ: ছুবহা-নাকাল্ল-হুম্মা ওয়া বিহাম্‌দিকা, আশ্হাদু আল্‌লা-ইলা-হা ইল্লা আতা, আতাফিরুকা ওয়া আতুবু ইলাইকা।

অর্থ: হে আল্লাহ! আমি তোমার প্রশংসাসহ তোমার পুত-পবিত্রতা ঘোষণা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, তুমি ছাড়া আর কোন উপাস্য নেই, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তোমারই সমীপে তওবা করছি।

-নাসায়ী ১৭৩


বাড়ী থেকে বেরুবার সময়ের দুআ'


উচ্চারণ: বিছমিল্লাহি, তাওয়াক্কালতু আ'লাল্লা-হি ওয়ালা হাওলা ওয়ালা কুওঁ ওয়াতা ইল্লা-বিল্লা-হ।

অর্থ:  আল্লাহর নাম নিয়ে তাঁরই উপর নির্ভর করে বেরুলাম। আল্লাহর অনুগ্রহ ছাড়া কোন শক্তি সামর্থ্য নেই।

—আবূ দাউদ ৪/৩২৫, তিরমিযী ৫/৪৯০

اللهم إني أعوذ بك أن أضـل أو أضـل، أو أزل، أو أزل، أو

أظلم، أو أظلم، أو أجهل، أو يجهل على*

উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী-আউ'-যুবিকা আন্ আদ্বিল্লা, আও উদ্বল্লা, আও আঝিল্লা আও উঝল্লা, আও আজ্বলিমা, আও উজ্বলামা, আও আজহালা, আও ব্যুজ্‌হালা আ'লাইয়্যা।

অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি অন্যকে পথভ্রান্ত করতে বা কারও দ্বারা আমি পথভ্রান্ত থেকে, আমি অপরকে পদস্খলন করতে কিংবা অপরের দ্বারা পথভ্রান্ত থেকে, আমি অপরের প্রতি জুলুম করতে অথবা অপরের দ্বারা নির্যাতিত থেকে এবং আমি অপরকে অবজ্ঞা করতে বা নিজে অপরের দ্বারা অবজ্ঞা হওয়া থেকে।

—তিরমিযী ৩/১৫২, ইবনে মাজাহ ২/৩৩৬


ঘরে প্রবেশের সময়ের দুআ' :

توكلنا ثم ليسلم على أهله *


উচ্চারণ: বিছমিল্লা-হি ওয়া লাজুনা, ওয়া বিছমিল্লা-হি খারাজ না- ওয়া আ'লা

রব্বিনা তাওয়াক্ কাল্‌না, সুম্মা লিইয়্যুছাল্লিমা আ'লা আহ্‌লিহী।

অর্থ: আল্লাহর নাম নিয়ে আমরা প্রবেশ করি, আল্লাহর নামেই আমরা বেরুই এবং আমাদের প্রতিপালক আল্লাহর উপরই আমরা নির্ভর করি। অতঃপর পরিবার পরিজনদের উপর সালাম বলব।

-আবূ দাউদ ৪/৩২৫


মসজিদে যাওয়ার সময়ের দুআ'


اللهم اجعل في قلبي نوراً، وفـى يـسـانـي نـوراً، وفي

سمعي نوراً، وفـي بـصـرى بـورا، ومـن فـوقـي نـوراً، ومـن

تختی نورا، وعن يميني نوراً، وعـن شـمـالـي نـوراً، ومـن

أمـامـي نـوراً، ومـن خـلـفـي نـوراً، واجعل في نفسي نورا

وأعـظـم لـي نـورا، وعـظـم لـي نـور واجـعـل لـي نُوراً، واجعلني

نوراً، اللـهـم اعـطـنـى نوراً، واجعـل فـي عـصـبـى نوراً، وفي

لـحـمـن تـورا ، وفـي ديـى نـورا، وفـي شـعـرى تـوراً، وفي

بشری نورا *

اللهم اجعل لي نورا فـى قـبـري ...... وتـوراً في

عـــامى * وردنـی تـورا ، وزدنی نوراً، وزدنـي نـورا ـ وهـب لـي

بوراً على تور *


উচ্চারণ: আল্লা-হুম্মাজআ’ল্ ফী কুলবী নূরান, ওয়া ফী-লিছা-নী-নূরান্, ওয়া ফী ছাঈ- নূরান্ ওয়া ফী-

ছামঈ- নূরান্ , ওয়া ফী- বাছরী- নূরান, ওয়া ফী- ফাওক্বী নূরান্, ওয়ামিন তাহ্তী-নূরান, ওয়া আ'ন্ ইয়্যামী-নী- নূরান্, ওয়া আন্ শিমা-লী-নূ-রান্, ওয়া মিন্ আমা-মী- নূ-রান্, ওয়া মিন খাল্‌ফী নূ-রান, ওয়াজ্‌আ’ল্ ফী-নাফ্ছী -নৃ-রান, আল্লাহুম্মা আ'ত্বীনী- নূরান, ওয়াজ আল ফী-আ' ছ্বী-নূ-রান, ওফী লাহমী-নূ-রান্ ওফী-দামী- নূ-রানু, ওফী শা'রী- নূ-রান, ওয়া ফী-বাশারী- নূ-রান্ । 

আল্লাহুম্মাজ আ’ল লী- নূ-রান্ ফী-কুবরী ও নৃ-রান ফী- ঈ' জ্বা-মী-। ওয়াজিদ্-নী- নূ-রান, ওয়াজিদ্-নী-নৃ-রান্, ওয়াজিদ্-নী- নূ-রান, ওয়াহাব্-লী- নূ-রান্ আ'লা-নূ-রী ।


অর্থ: হে আল্লাহ! তুমি আমার হৃদয় ও জবানে নূর সৃষ্টি করে দাও, আমার শ্রবণ ও দর্শন শক্তিতে নূর সৃষ্টি করে দাও, আমার উপরে, আমার নীচে, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে নূর সৃষ্টি করে দাও। আমার আত্মায় নূর সৃষ্টি করে দাও, আর আমার জন্য নূরকে অনেক বড় করে দাও, আমার জন্য নূর নির্ধারণ কর, আমাকে নূরানী-আলোকিত করে দাও। হে আল্লাহ! তুমি আমাকে আলোক দান কর, আমার বাহুতে নূর দান কর, আমার গোশতে, আমার রক্তে, আমার চুলে, আমার চামড়ায় নূর দান কর। (হে আল্লাহ! আমার কবরকে আমার জন্য আলোকময় করে দাও, আমার অস্থি সমূহে) আমার নূর বৃদ্ধি করে দাও, আমার নূর বৃদ্ধি করে দাও। আর আমাকে নূরের উপর নূর প্রদান কর।

-মুসলিম ১/৫৩০, বুখারী: ফতহুলবারী ১১/১১৬, তিরমিয়ী ৩৪১৯, ৫/৪৮৩

No comments

info.kroyhouse24@gmail.com