সে এখন অন্য কারো ইনবক্সে ব্যস্ত



আমি মেসেজের পর মেসেজ পাঠিয়েই যাই,

আমার বির'ক্ত লাগে না, আমার ক্লান্তি আসে না । আমার পাঠানো মেসেজের সংখ্যা পঞ্চাশ পেরিয়ে যায়,
সে দেখে না! কিংবা দেখে এড়িয়ে যায়!
আমি বুঝি তার এখন আর আমাকে ভালোই লাগে না!সে অনলাইনে আসে! আমার বুকের ধুকপুকানি বেড়ে যায়.. 'এই বুঝি মেসেজ সীন করবে', 'এই বুঝি বলে ফেলবে কিছু একটা!
আমি আশায় থাকি, আর সে আমাকে অবহেলা করতে ব্যস্ত থাকে!
আমি তার ইনবক্সে পড়েই থাকি!
মেসেজ পাঠাই,রিফ্রেশ করি ।
তার নামের পাশে সবুজ বাতি জ্বলে
কিন্তু মেসেজ আসে না!
অনেক গুলা মেসেজ পাঠানো হয়ে গেছে । Seen লেখা উঠলো অবশে'ষে! আমার হৃদপন্ড বেড়ে গেলো! অনেকগুলো মেসেজ দেখে এবার বকা দিবে বোধহয়!! তার আর দো'ষ কি? আমি'ই তো তাকে বির'ক্ত করি মেসেজ দিয়ে!

সে কয়েক শব্দের একটা মেসেজ পাঠায় ।
কিংবা বলে বিজি আছে ।
আমি বিশ্বা'স করি, বিশ্বা'স করতে হয় ।
তাকে ছাড়তেও পারিনা, ধরে রাখতেও পারিনা।
অনেকেই বলে "সে ভালোবাসেনা আর!"
এতো এতো লোকের কথায় আমি কান দেই না । আমার তাকেই বিশ্বা'স করতে ভালো লাগে ।
তার কাছে 'বেহায়া' সাজতে ভাল্লাগে । সে আমার একশো টা মেসেজের বিপরীতে দুইটা মেসেজ পাঠায় আজকাল! তা দেখেই স'স্তি পাই।
খুব ব্যস্ত থাকে বোধহয়! আমার কি দো'ষ? "তাকে অনেক বেশি ভালোবাসি" এটাই কি দোষ আমার? নাকি তাকে অ'ন্ধের মতো বিশ্বাস করাটা দোষ?
আইডিটাতে সবুজ বাতি জ্ব'লছে প্রায় এক ঘন্টা ধরে । মেসেজ পাঠিয়েই যাচ্ছি । সীন করেনি এখনো!
ব্যস্ত বোধহয়!
হয়তো আমাকে অ'বহে'লা করতে ব্যস্ত কিংবা
সে এখন অন্য কারো ইনবক্সে ব্যস্ত।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url