পরী যখন বউ । পর্ব - ০৩


আকাশ,ফোন রেখে যখন রাস্তা ক্রস করবো এমন সময় বড় একটা ট্রাক আমার দিকে তেড়ে আসে,
পিছনে নামবো কিন্তু পিছনে আবার অন্য রাস্তার গাড়ি চলাচল করতেছে,সামনে আগাবো কিন্তু সামনের দিক থেকে বড় গাড়িটা তেড়ে আসতেছে,কি করবো কিছুই বুঝতে পারতেছি না,মাথায় হাত দিয়ে বসে গেলাম,আর মাবশূরাহ এর কথা মনে করলাম...!
হটাৎ দেখলাম ট্রাকটা আমার মাথার উপর দিয়ে চলে গেলো,
আমি তো অবাক হটাৎ পিছন থেকে কেউ একজন কাধে হাত দিয়ে বললো তুমি ঠিক আছো,
আকাশ,পিছনে ফিরে দেখি মাবশূরাহ😲
তুমি এখন এখানে কি ভাবে আসলে,আর গাড়িটা মাথার উপর দিয়ে কি ভাবে গেলো...
মাবশূরাহ, তোমাকে কালকে কি বলেছিলাম মনে নেই,
যে আমি যে কোন সময় এখন থেকে জমিনে আসতে পারবো,
আর গাড়িটা আমিই উড়িয়ে নিয়ে গেছি,
আর তুমি এখন আমাকে সরন করলে তাই চলে এলাম না হয় তো তোমার বড় ধরনের বিপদ হয়ে যেত,
আকাশ,ওহ হা,আশে পাশে দেখতে লাগলাম সবাই তো স্বাভাবিক,কেউ এদিকে তাকাচ্ছে ও না,
কিন্তু এত বড় একটা গাড়ি যে মাথার উপর দিয়ে অস্বাভাবিক ভাবে চলে গেলো কারোর চোখে কি পড়ে নাই,মাথায় কিছু কাজ করছে না....!

মাবশূরাহ, চিন্তার কোন কারন নেই,তুমি যা দেখেছো তা আর কেউ দেখেনি,
আকাশ,এবার বুঝলাম মানুষ কেন স্বাভাবিক...!
মাবশূরাহ, আচ্ছা তুমি কোথায় যাচ্ছো...?
আকাশ,সাজ্জাদ ফোন করে কেন জানি আসতে বলছে...!
মাবশূরাহ, চলো আমিও তোমার সাথে যাবো....!
আকাশ,কিহহহ সাজ্জাদ দেখলে কি বলবে...?🥵
আর যদি জিজ্ঞেসা করে তুমি কে তাহলে কি বলবো...!
মাবশূরাহ, কি বলবে...,আর যাই বলার বলুক ওটা আমার উপরে ছেড়ে দাও, আমি দেখে নিবো...!
আকাশ,জোর করেই আমার সাথে গেলো...!
সাজ্জাদ আমার জন্য ওয়েট করতেছে,মাবশূরাহ কে নিয়ে গেলাম,
সাজ্জাদ মাবশূরাহ কে দেখে হা করে তাকিয়ে আছে,
আকাশ,কিরে এমন হা হয়ে আছিস কেন...?
সাজ্জাদ, তোর সাথের উনি কে রে...?
আকাশ,আরে তেমন কেউ না,

মাবশূরাহ বলে উঠলো এই তেমন কেউ না মানি আমি তোমার গ্রার্লফ্রেন্ড,
এটা বলতে এত লজ্জা কোথায়...?
সাজ্জাদ, আমার দিকে রাগী লুক নিয়ে তাকায় আছে,
আকাশ,মাবশূরাহ কি বলতেছে এই সব উল্টা পাল্টা😣
সাজ্জাদ বান্দরটা আমাকে কেলাবে....!
সাজ্জাদ, আকাশ একটু সাইডে আয় তো কথা আছে...?
আকাশ,তারপর সাইডে গেলাম,
সাজ্জাদ, কিরে তুই রিলেশন করিস আমাকে একটা বার জানাইলিও না,
আকাশ,আরে তেমন কিছু না,
সাজ্জাদ, এখন তো বলবি ধরা যে খাইছস,আচ্ছা আকাশ এত সুন্দর জিনিস তুই পাইলি কোথায় রে....?🙁
আকাশ,তোরে বলবো নে সব কিছু খুলে...!
এখন চল,

সাজ্জাদ, চল রেস্টুরেন্টে এ বসবো,তারপর তিনজন মিলে রেস্টুরেন্টে বসলাম,
আকাশ,আচ্ছা কিরে এত জরুরী তলব করে ডাকলি কারন কিরে...?
সাজ্জাদ,দোস্ত আমার চাকরি হয়ে গেছে,
আকাশ,কি বলিস কি....?
সাজ্জাদ, হা রে চাকরি হওয়ার পরেই তোকে ফোন দিলাম,
বাসায় ও যাই নাই এখনো...!
আকাশ, তারপর তিনজন মিলে রেস্টুরেন্টে খেয়ে চলে এলাম,
সাজ্জাদ চলে গেলো,আমি আর মাবশূরাহ গাড়ি করে আমার কাজের দিকে যাইতেছি,
দুজনে রিক্সায় বসে আছি,

আচ্ছা মাবশূরাহ তখন তুমি সাজ্জাদকে কি সব উল্টা পাল্টা বললে তুমি আমার গ্রার্লফ্রেন্ড🤥
মাবশূরাহ, ভুল কোথায় বলেছি আমি তোমার গ্রার্লফ্রেন্ড এই তো,আর আমি তোমাকে ভালোবাসি....! 😇
আকাশ,কিহহহ মাবশূরাহ এর কথা যেন বিশ্বাস এই হচ্ছে না,
সত্যি বলিতেছ তুমি এই সব....?
মাবশূরাহ, হা😇
আকাশ,সত্যি বলতে আমিও মাবশূরাহ কে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি,
মাবশূরাহ, আচ্ছা আজকে কাজে না গেলে হয় না...?😴
চলো না আমরা দুজন দূরে কোথাও থেকে ঘুরে আসি,
আকাশ,মাবশূরাহ কাজ যে করতেই হবে না হয় রাতের খাবার জুটবে না কপালে,
মাবশূরাহ, আচ্ছা দাঁড়াও তোমার কাজ আমি করে দিচ্ছি,
তারপর মাবশূরাহ ওর কোমর থেকে একটা লাঠি বের করে ঘুরালো আমি দোকানে গিয়ে দেখি সব কাজ কমপ্লিট...!

মালিক বললে কাজ শেষ কমপ্লিট আজকে ছুটি...!
আকাশ,আমি তো অবাক😲
মাবশূরাহ, চলো এবার তো ঘুরতে যাবে....?
আকাশ,তারপর মাবশূরাহ কে নিয়ে অনেক জায়গায় ঘুরলাম সারাদিন,
ঘুরে সন্ধ্যায় বাসায় চলে গেলাম তাড়াতাড়ি,আর মাবশূরাহ বললো আজকে রাতে বাসায় আসবে,
জানালা খোলা রাখতে বলেছে...!
আকাশ,রাতে খেয়ে শুয়ে আছি,আজকে আর সেই জায়গায় গিয়ে বসলাম না কারন মাবশূরাহ বাসায় আসবে,
হটাৎ একটা আওয়াজ আসলো,আমার বাবুটা কি করে...?
আকাশ,এই তো শুয়ে আছি,
তুমি আসছো..?

মাবশূরাহ, হা, তারপর মাবশূরাহ রুপ পরিবর্তন করে আমার সামনে আসলো,এসেই আমাকে জড়াই ধরলো,
আমার বুকে মাথা রেখে শুয়ে আছে মাবশূরাহ,
সারারাত আমার সাথেই ছিলো...?ভোর পাঁচটায় উঠে চলে গেলো,আমি আবার ঘুমাই গেলাম,
সকাল দশটায় ঘুম ভাঙ্গলো,পাশে মোবাইলটা ছিলো সেটা বের করে সময় দেখলাম কাজে যাওয়ার জন্য,কিন্তু সময় দেখে তো চোখ কপালে উঠে গেলো,ইয়া আল্লাহ এখন কি হবে, আজকে কাজে তো মনে হয় যাওয়া হবে না,আমি শিউর আজকে আমার সৎমা আমাকে বলি দিবে....!
কিন্তু এত সময় গয়ে গেছে আম্মু এখনো ডাক দিলো না🤔
চুপে চুপে ফ্রেশ হয় ঘরে থেকে চোরের মত বের হয়ে যেতে নিলাম,
দরজা দিয়ে বের হবো এমন সময় আম্মু সামনে পড়লো,
আম্মু,আমার ছেলেটা চোরের মত কই যায়,কত বেলা হইছে খুদা লাগে নাই বুঝি,
আয় মা তোকে খাবার বেড়ে দিচ্ছি,

আকাশ,আম্মুর কথা শুনে তো মনে হয় এখনি স্ট্রোক করে মারা যাবো,আম্মু কি বলতেছে এই সব উনার ছেলে কত সময় হইছে খুদা লাগছে কি সব বলতেছে আমাকে ঝাড়ু দিয়ে না মেড়ে,😲
কোথাও একটু থেকে একটু টের বেটের হলে কথা শুনানোর কমতি রাখে না,আজকে উনি কিনা এই সব বলছে, একে তো ঘুম থেকে উঠলাম দেরি করে, তার মধ্যে কাজে যাই নাই,
আম্মু,কিরে এমন করে চেয়ে আছিস কেন,তুই গিয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি,
সব যেন মাথার উপর দিয়ে গেলো,
খাবার টেবিলে বসে আছি,আম্মু এসে খাবার বেড়ে দিলো,
আকাশ,আমি খাচ্ছি আর আম্মু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে,
আর বলতেছে ইশ আমার ছেলেটা কত শুখাই গেছে,দেখি আর কয়টা নে খাবার...?
আকাশ,আম্মুর কথা শুনে খাবার নাকে মুখে উঠে গেলো,একটার পর একটা শকট খাচ্ছি,আম্মু তুমি ঠিক আছো তো...?
তোমার শরীর ঠিক আছে তো...?
আম্মু,হা কেন...?
আকাশ,না আমার কেন জানি মনে হচ্ছে তোমার শরীর ঠিক নাই,
তুমি অন্য ধরনের কথা বাত্রা বলতেছ আজকে,
আম্মু,ধুর তা হতে যাবে কেন...!

আকাশ,নাস্তা করে উঠার সাথে সাথে আম্মু হাতে ৫ হাজার টাকা ধরাই দিয়ে বললো যা শপিং করবি এই গুলা দিয়ে নিজের মতন করে,আমি তো মহাখুশি, সাথে সাথে আম্মুকে জড়াই ধরলাম,
আম্মু,আমার পাগল ছেলে,
তারপর বাসা থেকে বের হয়ে গেলাম,
বাসা থেকে বের হতেই দেখি,মাবশূরাহ রিক্সা নিয়ে আমার জন্য দাড়াই আছে,তারপর মাবশূরাহ এর সাথে উঠে চলে গেলাম,
মাবশূরাহ, আম্মু তোমার সাথে ভালো ব্যবহার করে এখন...?
আকাশ,হা
মাবশূরাহ, না করে কই যাবে, যে ডোস দিছি ভালো ব্যবহার উনার বাপ ও করবে...!
আকাশ,তার মানে এগুলা সব তোমার কাজ😲
মাবশূরাহ, হা,

আকাশ,তারপর সেদিন দুজনে মিলে অনেক ঘুরাঘুরি করলাম শপিং করলাম,এভাবেই দিন কাটতে লাগলো,মাবশূরাহ কে বাসায় ও নিয়ে এসে পরিচয় করিয়ে দিলাম,আম্মুর সাথে তো খুব খাতির, এখন মাবশূরাহ বেশির ভাগ সময় আমার বাসায় থাকে,আর রাতের বেলায় আসলে জানলা দিয়ে কেউ টের না পায় মতন করে,দোকানের চাকরিটা ছেড়ে দিছি,অন্য একটা ভালো জায়গায় জব এর জন্য ট্রাই করতেছি,
হটাৎ একদিন সাজ্জাদের সাথে দেখা হলো,দুই বন্ধু মিলে অনেক আড্ডা দিলাম,
সাজ্জাদ, আচ্ছা ভাবির ব্যপারে কিছু বললি না যে...?
আকাশ,বলবো তবে কোন রিয়েক্ট করবি না,
সাজ্জাদ, আচ্ছা,

আকাশ,তারপর সব খুলে বললাম,
সাজ্জাদ, তো মনে হয় এই দুনিয়ায় নাই,
সাজ্জাদ, তুই কি বলতেছিস এই সব তুই কি জানিস ও তোরে এই জমিন থেকে নিয়ে যাবে,পরে কোনদিন আর এই জমিনে আসতে পারবি না,
আকাশ,কি বলিস কি এই সব...?
সাজ্জাদ,হা ও তোরে নিয়ে চলে যাবে,
আকাশ,তাহলে এখন কি করবো,
সাজ্জাদ, কি করবি ছেড়ে দে,
আকাশ,না আমি এটা পারবোনা, ওরে আমি অনেক ভালোবাসি,
ওরে ছাড়লে আমি নিজেই মরে যাবো,
সাজ্জাদ,তাহলে তুই গেছস মনে কর...!
আকাশ,প্লিজ দোস্ত এমন করে বলিস না,পারলে এমন কিছু একটা বলে দে যাতে করে সে আমার সাথে এই জমিনে থাকে,

সাজ্জাদ, আমার কাছে এমন কোন সলিউশন নাই,তবে এক পরিচিত মানুষ আছে, যে জীন পরীদের নিয়ে কাজ কর্ম করে,উনার সাথে কথা বললে হয়তো কিছু হতে পারে,
আকাশ,তাহলে তুই একটু কথা বলে দেখ,
সাজ্জাদ, দাঁড়া ফোন দেই,তারপর ফোন দিলো সাজ্জাদ, কথা বলে সাজ্জাদ ফোন রেখে দিছে,
আকাশ,কিরে কি বললো,
সাজ্জাদ, এখনি গিয়ে উনার সাথে দেখা করতে বললো....!
আকাশ,চল এখনি গিয়ে দেখা করবো,তারপর দুজনে মিলে দেখা করলাম,
উনি যা বললো মাথায় তো কিছুই কাজ করতেছে না কি ভাবে করবো আমি এই সব মাবশূরাহ এর সাথে....!

চলবে...
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url