কবিতা - খেলার সাথী মা ও ভুল বোঝাবুঝির যন্ত্রণা
খেলার সাথী মা
মাগো তুমি পর্দা করো
ক্রিকেট খেলো মোর সাথে
মানুষে কি মনে করলো
ভয় করিও না তাতে।
শিখালে তুমি সুন্দর ব্যবহার
শিখালে তুমি ভাষা,
কোরআনের আলেম হবো মাগো
এটাইতো তোমার আশা।
শিখালে তুমি আলিফ,বা, তা
চিনালে ধর্ম জাতি,
সকালে তুমি মাদ্রাসা মাগো
বিকেলে খেলার সাথী।
ভুল বোঝাবুঝির যন্ত্রণা
রাতে যখন শহরের বাতিগুলো নিভে যায়,
তখন পরিণীতা আমার সামনে জ্বলে ওঠে।
প্রথম দেখা হয়েছিল এক বর্ষার দিনে।
তার চোখে ছিল অদ্ভুত এক মায়া,
যা আমাকে যেন বন্দী করে রেখেছিল।
প্রতিদিন দেখা হতো, কথা হতো,
কিন্তু মনের কথাটা বলতে পারিনি।
কিন্তু একদিন সে হঠাৎ করেই
আমার জীবন থেকে হারিয়ে যায়।
অনেক খুঁজেছি, অনেক অপেক্ষা করেছি।
কিন্তু সে আর ফেরেনি।
চারপাশে শুধু তার স্মৃতিরা ছড়িয়ে আছে,
যেন সে আমার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে মিশে গেছে।
তার হাসি, তার কণ্ঠস্বর—সবকিছুই
আমার বুকের মধ্যে গেঁথে আছে।
আজও যখন তাকে মনে পড়ে,
বুকটা ভারী হয়ে ওঠে।
সে কেন এভাবে আমাকে কষ্ট দিয়ে গেল,
তা কখনো বুঝতে পারিনি।
হয়তো তার কোনো ব্যথা ছিল,
যা সে কাউকে বলতে পারেনি,
কিংবা হয়তো সে আমাকে ভুল বুঝেছিল।
কিন্তু যাই হোক,
পরিণীতা আমার জীবন থেকে হারিয়ে গেলেও
তার স্মৃতি আমাকে ছেড়ে যায়নি।
সে যেন আমার হৃদয়ের কোনো গোপন কুঠুরিতে লুকিয়ে আছে,
আমাকে নিরন্তর কষ্ট দিয়ে যাচ্ছে।
তার এই অদৃশ্য উপস্থিতি
আমার মনে হাজারো প্রশ্ন জাগায়,
যার কোনো উত্তর নেই।
রাতে যখন একা থাকি,
তখন তার কথা খুব মনে পড়ে।
মনে হয়, সে যদি একবার ফিরে আসত,
আমি তাকে বলতে পারতাম আমার মনের কথাটা।
কিন্তু সে আর ফিরবে না,
আমিও হয়তো তাকে আর কখনো পাব না।
তবুও পরিণীতা আমার মনে প্রতিনিয়ত জেগে থাকে,
আমাকে কষ্ট দিয়ে যায়,
যেন সে আমার জীবনের এক স্থায়ী দুঃখ হয়ে রয়ে গেছে।
No comments
info.kroyhouse24@gmail.com