কবিতা - আবার যদি দেখা হয় ও তোমার নির্যাস

আবার যদি দেখা হয়

---------------------------------------------------------

আজ থেকে বিশ বসন্ত পরে যদি দেখা হয় তোমার সাথে!!
শ্রাবণের কোন সন্ধ্যায়,
বা বসন্তের কোন পড়ন্ত বিকেলের
গোধূলি লগ্নে!!
অচেনা নিরিবিলি কোন মেঠোপথে,
হঠাৎ দেখা হল তোমার সাথে,
চিনবে আমায়?
থাকবেনা পায়ে নুপুরের ছন্দ,
রেশমি চুড়ির ঝনঝন শব্দ,
পরা হবেনা চোখে কাজল,
সাদা গোলাপের শোভা পাবে না খোপা,
থাকবেনা কপালে কালো টিপ,
তবে আমায় চিনবে কি তুমি?
কালো কেশে কিছুটা শুভ্রতার ছাপ পরে যাবে,
চোখ তার সৌন্দর্য হারাবে
চোখের নিচের কালো ছাপে,
মলিনতা ঢেকে দিবে চেহারার সৌন্দর্যকে,
তখন পারবে কি আমায় চিনতে?
ডাকবে কি আমায় নামটি ধরে?
নাকি বিস্ময়ের দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে নামিয়ে নেবে চোখ?
হাটতে শুরু করবে ওই দূর দিগন্তে বয়ে যাওয়া পথটি ধরে নিজ গন্তব্যে!!

তোমার নির্যাস

--------------------------------------
ভাবনার নির্যাসে
ক্ষণিকের মধ্যে কত কি আসে
তাৎক্ষণিক হৃদয়ের ক্যানভাসে
সুন্দর সুন্দরী চেহারা গুলো ভাসে।
কি করি তখন
মন হারিয়ে যায় যখন,
উড়ে যেতে চাই মেলে ডানা
শুনতে চাই না বারণ বা মানা।
জীবনে একটু শান্তির জন্য
চারিদিকে ঘুরেফিরে হয়ে হর্ন,
তোমাকে দেখতে পেয়ে নিজেকে মনে করে ধন্য
অপরুপ তোমার বর্ন।
পাগল করলে লিখতে এখন
কলম ধরতেই হৃদয়ে উঠেছে কম্পন,
আকৃতি হৃদয়ে ভাসে যখন
বুঝতে পারি না ভালোবাসি কথাটি বলবো কখন।
সুখের সাগরে ভাসিয়ে এখন
চলমান তবুও আকৃষ্ট রয়েছে মন,
সবই কি অদৃশ্য লক্ষ্মণ
একে অপরকে করাতে ভক্ষণ।
তুমি আমার প্রিয়তমা
তোমার নিকটে মনটি রেখেছিলাম জমা,
সবই হারালাম,হারালাম জমিজমা
আত্মীয়স্বজন ও আপনজন করে না ক্ষমা।
সেই থেকে আজ আমি যাযাবর
নেই ঠিকানা নেই ঘর,
একমাত্র তুমিই আপন আমার
ভুল বুঝো যদি তুমিই" সব চেয়ে পর।
তোমার নির্যাস থেকে খুঁজে আমার অতীতের দিনগুলো
খারাপ নয়তো কিছু টা হলেও ভালো,
বলে ছিলাম একসাথে চলো
হঠাৎ একঝড়ে সবকিছুই হয়ে গেলো এলোমেলো।
সেই থেকে তার খবর নেই জানা
অশুভ এক শক্তি এসে করে গেলো মানা,
জানার চেষ্টা করো না তার ঠিকানা
সেই খুব সুখে আসে বিপদে ফেলো না।
সেই থেকে আর নেওয়া হয় না তার খবর
আসতে আসতে সে হয়ে গেছে পর,
জানা নেই কেমন আছে তারপর
নিশ্চয় সুখেই করছে সংসার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url