শালিকা যখন বউ । পর্ব - ১২


নিশি যদি আমাকে ছাড়া থাকতে পারে তবে আমি কেন পারবো না।
এসব ছাই পাশ ভাবতে ভাবতেই বিলেল হয়ে যাই
তাই আমি আর বেশি না ভেবে অফিস থেকে বেরিয়ে পড়ি আর সোজা বাসাই চলে আসি।।
আমাকে এত তারতারি বাসাই ফিরতে দেখে আম্মু আমার কাছে আসে আর বলে।
আম্মুঃ কীরে বাবা আজ এত তারতারি বাসাই আসলি যে, 
শরীল ঠিক আছে তো( বেশ বিচলিত হয়ে কারন নিশি যাওয়ার পর থেকেই আমি অনেক রাত করে বাসাই ফিরি)
আমিঃ হুম আম্মু আমার কিছুই হয় নি।
অফিসে মন বসছিলো না তাই তারতারি চলে আসলাম।
আম্মুঃ ওহ,, আচ্ছা তুই ফ্রেশ হয়ে আই আমি তোর খাওয়ার রেডি করছি।
আমিঃ আম্মু আমার তোমাকে কিছু বলার আছে।
আম্মুঃ বলবি তো আগে ফ্রেশ হয়ে আই তারপর।
তাই আমি আর কোনো কথা না বাড়িয়ে ফ্রেশ হতে নিজের রুমে চিলে যাই।
তারপর ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মু খাওয়ার নিয়ে আমার জন্য অপেক্ষা করছে তাই আমি গিয়ে বসে পড়ি আর আম্মু কে বলি।

আমিঃ আম্মু তুমি পরশুদিন বিয়ের কথা বলছিলে না।
আমি রাজি তবে বিয়েটা এক সপ্তাহের মধ্যে হওয়া চাই।
আম্মুঃ এটা তো খুশির খবর তবে এক সপ্তাহের মধ্যে বিয়েটা কি ভাবে দিবো বল।
আমিঃ আমি এত কিছু শুনতে চাই না। আমি যেটা বলেছি সেটাই হবে।
আম্মুঃ আচ্ছা তুই যখন চাচ্ছিস তখন তাই হবে।
তারপর আমি খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে আসি।
আর আজ কেন যানি কষ্টটা একটু বেশিই হচ্ছে হইতো এই কষ্টটা নিশির জন্যই হচ্ছে।
কিন্তু এখন আর কিছুই করার নেই কারন নিশি তার পরিবার নিয়ে ব্যাস্ত আছে।
নাহ আর কষ্ট পেলে চলবে না।
তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারি নাই।
পরের দিন সকালে রেডি হয়ে খাবার টেবিলে বসে ছিলাম এমন সময় আম্মু এসে বলল।
আম্মুঃ আমি মেয়ের বাবার সাথে কথা বলেছি তারা বলল যে তাদের কোনো সমস্যা নেই।
তবে তুই যদি একবার মেয়ের সাথে দেখা করে নিতি তাহলে..
আমিঃ দেখ আম্মু আমি তোমায় আগেও বলেছি যে এই বিয়েটা আমি শুধু তোমার কথাই করছি তাই আমাকে আর এর মধ্যে জড়িও না।
আম্মুঃ আচ্ছা ঠিক আছে তাহলে আজ থেকেই বিয়ের এরেজমেন্ট শুরু করতে হবে কারন হাতে তোর বেশি সময় নেই।

আমিঃ তোমরা যা বুঝো তাই কর আমি এখন অফিস এ গেলাম।
তারপর আমি অফিস এ চলে আসি।
অফিস এ আসা মাত্র সবাই আমাকে Congress জানাতে থাকে
মনে হয় আম্মুই বিয়ের ব্যাপের সবাই কে জানিয়েছে
তাই আমি আর কিছু না ভেবে নিজের কেবিনে চলে আসি।
আর এদিকে অফিস এর সবাই মিষ্টি খাচ্ছে আমার বিয়ে উপলক্ষে 
এমন সময় নিশি অফিস এ আসে আর আমার এক স্টাফ নিশিকে মিষ্টি খাওয়াই দেই তাই নিশি বলে।
নিশিঃ আরে আগে বলবে তো এটা কিসের মিষ্টি।
একজন স্টাফঃ আমাদের স্যারের বিয়ে ঠিক হয়েছে তাই আর বিয়ে টা সমনের সপ্তাহেই হবে।
আমার বিয়ের কথা শুনে নিশির পুরো পৃথিবীটাই যেন উল্টে যাই।
তার ইচ্ছা করছিলো কান্না করতে কিন্তু সবার সামনে সে কান্না করতে পারছিলো না।
তাই সে বলল,,
নিশিঃ ওহ এতো অনেক খুশির খবর (কান্না জড়িত কন্ঠে)
স্টাফঃ একি নিশি তুমি কান্না করছো নাকি। তোমার চোখে পানি কেন।
নিশিঃ কই কান্না করবো কেন আসলে চোখে কি যেন একটা পরেছে ( চোখ মুছতে মুছতে কথাটি নিশি বলল)...

চলবে....
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url