সূরা মাউন অনুবাদ সহ

উচ্চারণঃ আরাআইতাল্লাজী-ইউকাজ্জিবু বিদ্দীন। ফাযা-লিকাল্লাযী ইয়াদু’উল উয়াতীম। ওয়ালা-ইয়াহুদ্দু আলা-ত্বোআ’মিল মিসকীন। ফাওয়াইদুল্লিল মুছাল্লীনাল্লাযী না হুম আন ছালা-তিহিম সা-হুন। আল্লাযীনা হুম্ ইয়ূরা-উনা ওয়ায়ামনাঊনাল মা-ঊন।


অর্থঃ আপনি কি জানেন না্ ঐ সকল লোকদের কথা যারা কিয়ামতের বা বিচারক দিবসকে অস্বীকার আর ইয়াতীমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। মিসকীনকে অন্ন দানে উসাহিত করে না।অতএব এ সকল নামাজীর জন্য অতিশয় অনিষ্ট রয়েছে, যারা স্বীয় নামাজে অমনোযোগী থাকে এবং যারা লৌকিকতা বা লোক দেখানর জন্য করে এবং গৃহ কর্মের ব্যবহার উপযোগী সাধারন সামগ্রী ধার দিতে নিষধ করে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url