সূরা ফীল অনুবাদ সহ
উচ্চারণঃ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আছহাবিল ফীল। আলামইয়াজ আল কাইদাহুম ফী-দালীলিওঁ ওয়া আরসালা আলাইহিম্ ত্বাইরান আবা’বীল তারমী-হিম বিহিজা রাতিম মিন সিজ্জীল। ফাজাআলাহুম কাআছফিম্ মা’কল।
অর্থঃ হে সুহাম্মদ(স)আপনি কি জানেন না আপনার প্রতিপালক হস্তী বাহিনীর সাথে কি আচরণ করেছেন, তাদের হীন ও কূট কৌশলকে কি ব্যর্থ্ করে দেননি? আর তাদের উপর প্রেরণ করলেন আব্বাবিল পাখি, যারা তাদের উপর কঙ্কর নিক্ষেপ করেছেন। আতঃপর আল্লাহ্ তায়লা তাদেরকে ভক্ষিত খোসার ন্যায় করে দিয়েছেন।
