ম্যাডাম বউ | Writer:- Rabiul islam Rabi | ৩য় পর্ব

মিম কলেজ ছেড়ে চলে যেতে চাইলেও যেতে পারেনি।রবি প্রিন্সিপাল স্যার এর সাথে
তার বাবার কথা বলিয়েছে,যাতে মিমকে প্রিন্সিপাল স্যার আটকায়।মিমেরও
চাকরীটা খুব দরকার।তাই আর ছাড়েনি।সব কিছুই আবার ঠিকঠাক চলতে লাগল।রবিআর এই
কলেজে আসে না।অন্য কলেজে ভর্তি হইছে।তাতেও মিমও খুশি।এখন আর কেউ তাকে
ডিস্টার্ব করে না।তার দিনগুলো এখন ভালই কাটতে লাগল।
রবি আর আগের মত
নাই।সারাদিন দরজা লাগাইয়া রুমে বসে থাকে।মাঝে মাঝে নতুন কলেজে যায়।ঠিকমতো
খাওয়া দাওয়া করে না।দিনদিন দুর্বল হয়ে পড়তেছে।আসাদ সাহেবের (রবির
বাবা) খুব চিন্তা হয়।একটা মাত্র ছেলে তার।কখনো কোন ইচ্ছা অপূর্ণ রাখে
নি।আর এখন তার ছেলের একি অবস্হা।তিনি জানেন এভাবে চলতে থাকলে তার ছেলে
বেশিদিন বাচবে না।নিজের রুম থেকে বের হয়ে ছেলের রুমে গেলেন।
-কিরে আসব???
-বাবা,আসো।
-কি করতেছিস???
-কি____কিছুনা।
-ইদানিং সিগারেট ও খাচ্ছিস??

-আচ্ছা বলতো,আমি কখনো তোর কোন ইচ্ছা অপূর্ণ রাখছি??কখনো তোর মায়ের অভাব বুঝতে দিয়েছি??
-নাহ,তা দাওনি।
-তাহলে এভাবে নিজেকে কেনো কষ্ট দিচ্ছিস???কি চাই আমাকে বল??
-আমার কিছুই চাই না আব্বু।
-প্রিন্সিপাল স্যার আমাকে সব বলছেন।
-হুমমম।
-আমি কালই মিমের সাথে কথা বলব।
-নাহ,বাবা।তার কোনই দরকার নাই।
-আমি তোর কথা শুনবো নাতো।আমার ছেলেটা আমার সামনে এভাবে নিজেকে কষ্ট দিবে আর আমি তা মেনে নিব??কখনো না।
-বাবা,শুনো
-আমি তোর কোন কথাই শুনব না।ওহ হ্যা,কোন ব্রান্ডের সিগারেট ঔটা??

-কথা বলতেছিস না ক্যান??
-গোল্ডলিফ।
-আমারই ব্রান্ড।প্যাকেট টা এইদিকে দে।আমার সিগারেট শেষ।
আসাদ সাহেব সিগারেট এর প্যাকেট নিয়ে চলে গেলেন।রবি এতে মোটেই অবাক হয়নি।কারন ছোটবেলা থেকে তার বাবা তার সাথে ফ্রেন্ডলি।
অফিস শেষ করে আসাদ সাহেব কলেজ এ গেলেন।কিন্তু ততক্ষণে মিম কলেজ থেকে
বেড়িয়ে গেছে।প্রিন্সিপাল এর থেকে মিমের বাসার ঠিকানা নিয়ো বাসায় চলে
গেলেন।
বাসায় গিয়ে আসাদ সাহেব মিমকে পেলেন না।মিমের মায়ের সাথে কথা
বললেন তিনি।কিছুক্ষন এর ভিতর মিমও চলে আসল।মিমআসাদ সাহেব কে বাসায় দেখে
চমকে গেলেন।মিম আসাদ সাহেব কে আগে থেকেই চিনত।মিম আসাদ সাহেব কে সালাম দিল।
-বসো মা,তোমার সাথে কিছু কথা বলি।(আসাদ সাহেব)
-জ্বী,স্যার।বলুন।
-রবি আমার একমাত্র ছেলে।ছোটবেলায় ওর মা কে হারিয়েছে।আমি ওর কখনো কোন
ইচ্ছা অপূর্ণ রাখি নি।সব দিতে পারলেও সময় টা দিতে পারিনি।নিজের মত করেই
বড় হয়েছে।ছেলেটা সত্যিই তোমাকে ভালবাসে।ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে
না।সিগারেট খাওয়া শুরু করছে।ওর অবস্হা দিনদিন খারাপের দিকে যাচ্ছে।আমি
জানি এরকম চলতে থাকলে আমার ছেলেটা বেশিদিন বাচবে না।আমার ছেলেটা না বাচলে
আমি কি নিয়া বাচবো।
কথাগুলো বলতে বলতে আসাদ সাহেব এর চোখের কোনে পানি চলে আসল।মিম কি বলবে ভেবে পাচ্ছে না।
-আমি জানি,রবি তোমার ছোট।আমি জানি আমার ছেলেটা বেপরোয়া।কিন্তু ততটাও
খারাপ না।ছেলেটার কষ্ট পাবে তাই আমি দ্বিতীয় বিয়ে করিনি।কিন্তু দেখো এখন
আবার ঠিকই কষ্ট পাচ্ছে।আমাদের বাবা,ছেলের সংসারে কাউকে দরকার।আমি চাই,এখনই
তোমাকে আমার বৌমা করে বাসায় নিতে।আমি তোমার মায়ের সাথে কথা বলছি।এবার
তুমি সম্মতি দিলেই বিয়ের আয়োজন করতে পারি।
-স্যার,আমাকে একটু সময় দিন।আমি আগে রবির এর সাথে কথা বলতে চাই।তারপর আপনাকে জানাবো।
-ঠিক আছে মা।আমি আজ তবে উঠি।
সন্ধায় রবি ঘুমাচ্ছিল।এমন সময় তার ফোন বেজে উঠল।ঘুম ভাব নিয়াই ফোন রিসিভ করল।
-হ্যালো
-কি ব্যাপার???নিজেকে কষ্ট দিতাছো ক্যান??
-কে আপনি??
-আমি যেই হই,এইসবের মানে কি??
-ম্যাডাম!!ম্যাডাম আপনি??
-হুমম,আমি।তুমি পাগলামি কেনো করতেছো???
-কারন,আমি আপনাকে ভালবাসি।
-ভালোবাসো তো নিজেকে কষ্ট দিচ্ছো কেনো??
-আমি শুধু আপনাকে ভালবাসি,আপনাকে ছাড়া যে এখন নিজেকে শুন্য মনে হয়।
-তোমার বাবা কে ক্যান পাঠাইছো??
-আমিতো পাঠাইনি।সে নিজে থেকেই গেছে।
-তোমার বাবা তোমাকে অনেক ভালবাসে।এইসব ভালবাসা বাদ দিয়া পড়াশোনায় মনযোগ দাও।বাবার সপ্ন পুরন করো।
-কিন্তু আমি আপনাকে ভালবাসা বাদ দিতে পারব না।আমার আপনাকে দরকার।
-ভালো থেকো।তোমার বাবা এসেছিল তাই তোমাকে ফোন দিলাম।নিজেকে কষ্ট দিয়ো না।বাই।
-ম্যাডাম আমি আপনাকে ভালবাসি।আপনাকে না পেলে আমি নিজেকে শেষ করে দিব।
আর কোন রিপ্লাই না দিয়েই ফোন টা কেটে দিল।রবির এর চোখ দিয়ে পানি পড়তেছে।কত্তগুলা ঘুমের ঔষধ খাইয়া ঘুম দিল।
পরেরদিন রবি নিজেকে হাসপাতালের কেবিনে আবিষ্কার করল।চোখ খুলে তাকাতেই মিম
ঠাস করে একএা থাপ্পর বসিয়ে দিল রবির এর গালে।রবি গালে হাত দিয়ে মিমের
চোখের দিকে তাকাল।স্পর্ষ্ট দেখতে পেল মিমের চোখে পানি টলমল করতেছে।কেবিনে
রবির আর মিম ছাড়া আর কোউ ছিল না।মিম রবিরএর কলার ধরে বলল,
-কি জন্য করলি এইসব??
-আমিতো বলছি আমি আপনাকে ভালবাসি।আপনাকে না পেলে আমি নিজেকে শেষ করে দিব।
-এত্ত কেনো ভালবাসিস আমাকে??
-জানিনা, কেনো এতো ভালবাসি।শুধু জানি,আমি আপনাকে ভালবাসি।আর আপনাকে ছাড়া আমি বাচবো না।
-আমিও তোকে ভালবাসি।
বলেই মিম রবিকে জরাইয়া ধরল।রবি ও শক্ত করে জরাইয়া ধরল।
-সারাজীবন এইভাবে ধরে রাখবে তো??
-হুমমমম,সারাজীবন ধরে রাখবো।ভালবাসি যে খুব।
-আমিও ভালবাসি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url