Breaking News

ফেসবুকে প্রেমের বাস্তব কাহিনি



ফেসবুকে গল্প লিখতেছি এমন সময় কেউ একজন ইনবক্সে নক করলো। মেসেজ চেক করলাম, এক
মেয়ে মেসেজ পাঠিয়েছে,

এই যে মিস্টার, (মেয়ে)

জ্বী বলুন (আমি)

আপনি এমন কেনো (মেয়ে)

আমি কেমন, যা বলার পরিষ্কার করে বলুন
(আমি)

আপনি পচাঁ, এত ভাব নিচ্ছেন কেনো।
(মেয়ে)

ধুর মেজাজটাই গরম করে দিচ্ছে মেয়েটা।
এমনিতে
পারিবারিক অশান্তিতে আছি। তার উপর
মেয়েটার
ফাজিল ফাজিল আজাইরা কথা, অনেক রাগ
উঠে
গেছে। তাছারা আমি অনেক বদ মেজাজি
একটা
ছেলে। অপরিচিত কেউ আমার সাথে
ফাইজলেমি
করলে আমি অল্পতেই রেগে যাই।

আমি ভাব নিচ্ছি না। আমার এমন কোনো
বিশেষ
গুন নেই। যে আমি ভাব নিবো। আর কিছু
বলার
আছে আপনার। (আমি)

আপনি আসলেই একটা ফাজিল । (মেয়ে)

ধুর এবার রাগ কন্টোল করতে পারলাম না।
আপনাকে আনফ্রেন্ড করতে বাধ্য হলাম।
ভালে থাকবেন। অতঃপর আনফ্রেন্ড করলাম
সত্যি সত্যি। একমনে ভাবলাম ব্লক দিবো
বাট
ব্লকদেয়াটা মন থেকে সম্মতি দিলো না।

বাসায় কাজ ছিলো তাই ফেসবুক থেকে
বেড়িয়ে
আসলাম। এই কথা হচ্ছিলো বিকাল বেলা।
সন্ধ্যায়
পড়তে বসলাম। না আমার দ্বারা পড়ালেখা
হবে না।
কোন হালায় এই পড়ালেখা আবিষ্কার
করছিলো।
ইচ্ছে মতো সেই হালারে গাইলেই লাম। সব
কত
ভালো রেজাল্ট করে, রাত দিন পড়ালেখা
নিয়ে
বিজি থাকে। কিন্তু আমার মাথায়
পড়ালেখা
ডুকে না ক্যা। মনে হয় আমার দ্বারা
পড়ালেখা হবে না।

সন্ধ্যা থেকে শুধু নামেই পড়ার টেবিলে
বসে আছি।
কিন্তু পড়ার কোনো নাম গন্ধ আমার মধ্যে
নেই।
এত চিন্তা করে লাভ নেই। পরীক্ষায় না হয়
পাশ
নায় হয় ফেল একটা কিছু আসবেই। আর পাশ
ফেল তো ছাত্রের জন্যই।
থুক্কু শুধু ছাত্র নয় ছাত্রীদের জন্যেও। কারন
ছাত্রীরাও
তো ফেল করে।

যাই হোক এসব উদ্ভট চিন্তা মাথা থেকে
ঝেরে
ফেলে, ফেসবুকে আসলাম,
ওমা একি চল্লিশ টা মেসেজ আসছে
সেই মেয়ে আইডি থেকে, যাকে আমি
বিকালে
আনফ্রেন্ড করেছিলাম।
মেসেজ গুলো একে একে পড়তে শুরু করলাম,

আমাকে আনফ্রেন্ড কেনো করলেন।
প্লিজ এমনটা করেন না।
আপনি আমার মেসেজের রিপ্লাই দিচ্ছেন
না
কেনো। আমি খুবি দুঃখিত আপনার সাথে
বেয়াদবি করার জন্য।
প্লিজ আমাকে মাফ করে দিন।
আরো অনেক কথা লিখে মেসেজ
পাঠিয়েছে মেয়েটা।

না, এমনা করা ঠিক হয়নি মেয়েটার সাথে।
নিজের প্রতি রাগ হচ্ছে এখন। মেয়েটা না
হয়
একটু দুষ্টুমিই করেছিলো। হয়তো মেয়ে সত্যি
আমাকে অনেক মিস করেছে।

কারন এর আগে কেউ আমাকে এতটা
মিস করেনি। এত মেসেজ করেনি কেউ।
যাই হোক মেয়েটাটি এখন এক্টিব আছে
কিনা
দেখলাম।
হুম মেয়েটা এক্টিব আছে। ওই তো মেয়েটার
আইডিতে সবুজ বাতি টিপটিপ করে জ্বলছে।

তাই দেরি না করে নক করনাম মেয়েটাকে।
কেমন আছেন, আনফ্রেন্ড করার জন্য আমি
দুঃখিত। (আমি)

আপনি দুঃখিত কেন হবেন, আমি দুঃখিত,
তখন আপনার সাথে বেয়াদবি করার জন্য।
জানেন আপনি যখন আনফ্রেন করলেন, তার
পর আমার নিজের প্রতি নিজেরি রাগ
হচ্ছিল।
বাই দ্র ওয়ে একটা কথা বলি রাগ বেন না
তো। (মেয়ে)

জ্বী বলেন, (আমি)

আপনার নাম্বারটা প্লিজ দেন না,
আপনাকে কখনো
কল দিয়ে বিরক্ত করবো না।
জাস্ট এসে মেস করবো আপনার ফোনে যখন
আমি ফেসবুকে আসবো তার আগে। (মেয়ে)

পরলাম মাইনক্যা প্যারায়, তাই দুষ্টুমি করে
বললাম
আপনার নাম্বার দিন। (আমি)

না, আগে আপনার নাম্বার দিন, (মেয়ে)

ওকে নাম্বার লাগবে না, ভালো থাকবেন।
(আমি)

সরি সরি সরি, প্লিজ রাগ করবেন না, এই যে
আমার
নাম্বার: 01746-420…. (মেয়ে)

রিয়েল আইডি কি না যাচাই করার জন্য কল
দিলাম।
রিং হবার সাথে সাথেই রিসিভ, তার পর
সুমিষ্ট সুরে
একটা মেয়ে বলতেছে আসলামু আলাইকুম।
আমি সালাম শুনার পরেই কল কেটে দেই।
আমি জাস্ট চেক করার জন্য কর দিয়েছিলাম
এটা মেয়ে কি না। তার পর ওই নাম্বার
থেকে
বার বার কল আসতে থাকলো। বাট আমি
রিসিভ
করলাম না।

মেয়েটা তখন ফেসবুকে মেসেজ করলো
এই মাত্র কি আপনি আমাকে কল করছিলে।
01710-6824….. এই নাম্বার থেকে।

জ্বী আমি কল করছিলাম। (আমি)

তাহলে কথা বললেন না কেনো। (মেয়ে)

বাসায় কথা বলা আমার সম্যসা আছে।
কালকে
সকালে কথা বলবো। (আমি)

সত্যি বলবেন তো, ঠিক ১০ টায় কল করবেন
তো।
আমি আপনার ফোনের আশায় আপেক্ষা
করবো।
প্রমিচ করেন, কালকে সকালে আমাকে কল
করবেন। (মেয়ে)

না মেয়েটা যখন এত করে বলছে, তাই
লিখলাম
এখনি কল দিচ্ছি, ওয়েট করো। (আমি)

ওকে (মেয়ে)

বাসার বাইরে গেলাম, একেতো শীতের
দিন, তার
উপর সন্ধ্যা রাতেই পরেছে অনেক কুয়াশা।
অনেকটা ঠান্ডা লাগতেছিলো। গ্রামের
পরিবেশ
বলে কথা। পুরো গ্রাম শান্ত ছেলের মতো
ঘুমিয়ে
পড়েছে। একটু রাত হবার সাথে সাথেই।
কল দিলাম মেয়েটার নাম্বারে। রিং
হবার সাথেই
সাথেই রিসিভ। আমি আগে সালাম
দিলাম।
ফোনের অপর পাশ থেকে আওয়াজ আসলো
ওয়াইকুম সালাম।

জ্বী বলুন, আমার সাথে এত কথা বলার
আগ্রহ কেনো আপনার। (আমি)

আমার বিশ্বাসী হচ্ছে না, আমি আপনার
সাথে
কথা বলতেছি। আপনি কেমন আছেন। (মেয়ে)

জ্বী ভালো, আপনি? (আমি)

অনেক ভালো, আপনার রিয়েল পরিচয়টা কি
জানতে পারি। (মেয়ে)

আমি রবিউল ইসলাম রবি। বাসা রংপুর
জেলায়,
বর্তমানে ssc exam দিয়েছি।
আপনি ?
(আমি)

আমি অনন্যা অনু বাসা রংপুর
জেলায়,
বর্তমানে ssc exam দিয়েছে। আপনার লেখা
প্রতিটি
গল্পই আমার ভালো লাগে। প্লিজ আপনি
গল্পলেখা
বন্ধ করবেন। (অনন্যা)

আমার আবার গল্প, তাও আবার কারো
ভালো লাগে
বিশ্বাসী হচ্ছে না। পাম দিচ্ছেন। শখের
বসে একটু
আকটু লেখালেখি করি।চেষ্টা করবো
আপনার কথা
রাখতে।

যদি অনুমিত দেন তো একটা কথা বলবো
রাখবেন,
আমার অনুরোধটা। (অনন্যা)

জ্বী বলেন, (আমি)

আপনি তো সুন্দর সুন্দর গল্প লেখেন । আমাকে
কি আপনার কোনো গল্পের নায়িকা
বানাবেন।
প্লিজ রাগ করবেন না। ভুল বলে থাকলে
সরি। (অনন্যা)

এটা কোনো কথা, ওকে আপনার ইচ্ছে পূর্ণ
করতে চেষ্টা করবো। (আমি)

অনেক অনেক ধন্যবাদ। (অননা)

এভাবেই আমাদের জীবনের গল্পের সূচনা হয়।
এই পুরো ঘটনা ঘটেছিলো ২০১৮ সালের প্রথম
দিকে। তখন ফেসবুকে জয়বিডি পেজ টপে
ছিলো।
অনেক সুন্দর সুন্দর গল্প পাওয়া যেতো
জয়বিডি
পেজে।

এভাবে অনন্যার সাথে আমার প্রায় ফোনে
কথা হতো।
ফেসবুকে না গেলে, আমার ফোনে কল
দিতে দিতে
আমার ফোনের চার্জ ফুরিয়ে দিতো।

প্রথম প্রথম অনেক বিরক্ত হলেও। পরে তার
পাগলামি
গুলোই আমার ভালো লাগতে থাকে।
একটা সময় অনন্যা আমার গল্পের নয়, আমার
নিজের
নায়িকা হয়ে যায়। সহ্য না করতে পেরে
এক পর্যায় বলেই ফেলি, অনন্যা তুমি কি আমার
নায়িকা হবে, গল্পের নয়, আমার বাস্তবতার,
চির
দিনের সাথী। যদিও এত দিনে আমার বুঝতে
বাকী ছিলোনা যে অনন্যার মনের মানুষকে।

অনন্যা ও বলে সে আমাকে অনেক
ভালোবাসে।

আমার অনন্যার জীবনের পুরো গল্প বলতে
গেলে
আজ
সারা দিন চলে যাবে।

অনেক বাধা বিপত্তি অপেক্ষা করে আমরা
পরিবারকে
রাজি খুশি করিয়ে, আমাদের বিয়ের
সম্মতি নিতে
সফল হই। তাই তো সম্পর্কের চার বছর পরে
এই বছর ২০২২সালের জানুয়ারির ১২
তারিখে
পারিবারিক ভাবেই আমাদের বিয়ে সম্পন্ন
হয়।

বর্তমানে আমি একটা প্রাইভেট
কোম্পানিতে
অনেক ভালো একটা পোস্টে চাকরি করছি।
অনেক সুখেই আছি আমরা। খুনসুটি ঝরগা
অভিমান ও অফুরন্ত ভালোবাসা দিয়ে
কাটছে
আমাদের প্রতিটি মুহূর্ত।

আমি জানি আমার জান পাখি আমাদের
জীবনের এই গল্পটা পড়বে। তাই লক্ষ্য লক্ষ্য মানুষের
সামনে বলতে চাই *—-
অনন্যা*—–* আমি তোমাকে অনেক
অনেক হেট করি,,,,, থুককু লাভ করি।

কি বলতে কি বলে ফেললাম, না জানি আজ  বাসায় গেলে কপালে কি আছে।
আমার জন্য দোয়া করো বন্ধুরা। যেনো অনন্যা আজকের ভুলটা ক্ষমা দৃষ্টিতে দেখে।
আবারো বলতে চাই, অনেক অনেক ভালোবাসি অনন্যা তোমায়

No comments

info.kroyhouse24@gmail.com