মিষ্টি ভালোবাসার মিষ্টি ঝগড়া.

অনেকক্ষন থেকে নীল ফোন ট্রাই করছে কিন্তু কোন উত্তর নেই
যাই হোক শেষ পর্যন্ত নীলা ফোনটা রিসিভ করলো...
নীল:হ্যালো,কখন থেকে ফোন দিচ্ছি অজ্ঞান ছিলা নাকি
নীলা:কিসের অজ্ঞান,,সকাল থেকে তোমার কোন খোঁজ নেই
আর বড় বড় কথা বলে যাও কথা বলতে লাগবে না
নীল:একটু ব্যস্ত ছিলাম ত তাই ফোন দিতে পারেনি
আচ্ছা সরি সরি সরি
নীলা:তোমার সরি তোমার কাছেই রাখো লাগবে না
সকাল থেকে অপেক্ষায় ছিলাম আর তুমি এতো ব্যস্ত
যে ফোন করে একবার খবর ও নেওয়া যায় না.
নীল:জানি বাবা ভুল হয়ে গেসে আর হবে না সরি বাবু
নীলা: না কোন বাবু না সকাল থেকে ব্যস্ত আর এখন বাবু
নীল:বললাম ত সরি আর হবে না কখনও
নীলা:একদম আমার সাথে কথা বলবে না আর আমার নাম্বারে
ভুল করে ও যেনো ফোন না আসে মনে রেখো...
--নীল মাথা নতো করে তার আদেশ মেনে নেয়--
এইদিকে নীল তাকে ফোন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে
উঠলেও দিতে পারছে না আর অন্যদিকে নীলা ও
তার ফোনের অপেক্ষায় বসে আছে হয়ত পাগলটা
আমার আবার ফোন দিবে এবার তাকে ক্ষমা করে দিবো...
যাই হোক ফোন আসে নি আর নীল ফোন দিতেও পারে নি দুজনই ভারাক্রান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ে...
সকালে নীলা কলেজের জন্য বের হতেই সামনে নীল
এসে হাজির
নীলা:কি হলো আবার বাধা করেছিলাম না কথা বলবো না
নীল:তুমি ত ফোন দিতে বাধা করেছিলা কিন্তু আসতে
ত বাধা করো নি তাই এসে পড়লাম
নীলা:কিছু না বলেই তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়....
.
--ভালোবাসা কখনও কোন শর্ত মানে না ভালোবাসা
সবসময় ভালোবাসাই চায়...
--বেঁচে থাকুক চিরকাল তাদের ভালোবাসা যারা
খুনসুটি ঝগড়ার পর তাদের সম্পর্ককে আরও বেশি
শক্তিশালী করে তুলে....
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url