ভালোবাসি বলে


ভালোবাসি বলে, তোমার মাঝে সুখ খুঁজি
তোমাকে নিয়ে স্বপ্ন দেখি,
তোমার চোখের ইশারায় নিজেকে হারায়
ভালোবাসি বলে, এখনো অপেক্ষায় থাকি।

ভালোবাসি বলে,শত অভিমান চেপে যাই
দু'চোখের অশ্রু নীরবে গড়িয়ে পড়ে
ভালোবাসি বলে, হাত বাড়িয়ে আছি
তুমি আসবে, হাত জোড়া জড়িয়ে নিবে।
ভালোবাসি বলে, তোমার দেওয়া কথা
হৃদয়ের গহীনে লুকিয়ে রেখেছি।
ভালোবাসি বলে, রঙ বেরঙের আশাগুলো
মনের আনন্দে জোড়া লাগাই।
ভালোবাসি বলে, তোমার হাসিমাখা মুখ
বড্ড যতনে হৃদয়ের পাঁজরে লুকিয়ে রাখি।
ভালোবাসি বলে, তোমার কষ্ট গুলো
দূর আকাশে ভাসিয়ে দেই,
ভালোবাসি বলে, তোমার আঘাত গুলো
হাসি মুখে গ্রহন করি।
ভালোবাসি বলে, এখনো রাত জাগা
তোমায় ভেবে,
এখনো চেয়ে থাকি তোমার আসার পানে।
ভালোবাসি বলে,
ভালোবাসায় পূর্ণ রাখি তোমায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url