অপেক্ষার অন্ত্যমিল

একদিন জ্যামিতিবক্সের ভেতর পেলাম
একটি চার ভাঁজের চিরকুট!
লেখাটা তোমার বুঝতেই দাঁড়ালাম মুখোমুখি,
বললাম কী চাই তোমার?
কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে বললে
“একটি সোনালি লাল জরি পাড়ের শাড়ি পরে থাকবে
আমার অপেক্ষায়,
ভেজা চুলে মিশে থাকবে মাটির সোঁদা গন্ধ,
বিন্দু বিন্দু জলের ধারা ভিজিয়ে দেবে আঁচল!
আমি উদভ্রান্তের মতো ছুটে যাবো তোমার কাছে,
খুঁজে নেবো ছন্দের অন্ত্যমিল!”
রাগ করে বললাম
ভালোবেসে অপেক্ষায় থাকা ছাড়া মেয়েদের
আর কোন কাজ নেই বুঝি?
তারপর ভোরের শুরু
ক্লান্ত বিকেল,
ভাত ঘুমের অবসরেও একাকী! ভীষণ পাগলাটে তোমার জন্য।
তারপর
তারপর একদিন প্রতীক্ষার পালা শেষ করে
আলতো করে হাত রাখলে কাঁধে,
মুখ না ঘুরিয়েই বললাম


“প্রিয় কারো জন্য এলোচুলে অপেক্ষা
পৃথিবীর সুন্দরতম শিল্পের অন্য এক নাম!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url