তবুও তুমি যে আমার কাছে নিঃশ্বাসের চেয়েও অনেক বেশি প্রিয়

তোমার অবহেলা কুড়িয়ে কুড়িয়ে
ভরে গেছে আমার শাড়ির আঁচলে মোড়ানো কোচড়!
কাঁদতে কাঁদতে
জল শুকিয়ে গেছে চোখের সেই কবে।
জজন খানেক বার অভিমান করে বলেছি ফিরবোনা
ছুটবোনা মরীচিকার পেছনে।
তোমার মুখে অন্য নারীর কথায়
ঈর্ষার আগুনে পুড়েছি কতবার।
নিজেকে জ্বালিয়ে নিতে চেয়েছি
তোমার উপর প্রতিশোধ!
ভুল নদীতে ঝাঁপ দিতে গিয়ে
সরে এসেছি
একদম শেষক্ষণে!
ভাঙা আয়নায় মুখ দেখিনি
নষ্ট শামুকে পা কাটেনি
তবুও আমায় চাওনি তুমি!
কখনোই ভুল করেও বলোনি
“আমার কালো গোলাপ!”
আষাঢ়ের জলে ভিজে
চৈত্রের রোদে পুড়ে তোমার অপেক্ষায় কাটিয়েছি গত হয়ে যাওয়া বসন্ত!
তবুও তুমি যে আমার কাছে নিঃশ্বাসের চেয়েও অনেক বেশি প্রিয়
এবং আমি তোমাকে ভালোবাসি!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url