প্রত্যাবর্তন

প্রতিদিন মৃত্যু আমাকে তাড়া করে বেড়াই!
মৃত্যু আর আমি পাশাপাশি হাঁটি
আমি চলি মৃত্যুও আমার সাথে সাথে চলে।
উন্মুক্ত রাজপথ, শখের বাগান,
প্রিয় কর্মস্থল, বিশ্ববিদ্যালয় চত্বর
কোনো কিছুই জীবনের জন্য নিরাপদ নয়
একমাত্র মৃত্যুই নিরাপদ আশ্রয়।
আমি স্বাভাবিক মৃত্যুর জন্য
বুকে লাশ নিয়ে রাজপথে নেমেছি!
হে মহামান্য রাষ্ট্র,
আমি–আমরা রাষ্ট্রের কাছে
স্বাভাবিক মৃত্যুর দরখাস্ত নিয়ে এসেছি।
হে প্রিয় দেশ; প্রিয় ভূখণ্ড
অন্যান্য মৌলিক অধিকারের মতোই
স্বাভাবিক মৃত্যুকেও মৌলিক অধিকার করে দিন!
অজস্র লাশ বুকে নিয়ে
রাজপথ ছেড়ে নিঃশব্দে ঘরে ফিরে যাবো।

রাষ্ট্রের কাছে স্বাভাবিক মৃত্যুর অধিকার চাইতে এসেছি
জীবন ভিক্ষা চাইতে আসিনি।
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা পেলে
বুকের ভেতর অজস্র লাশ দাফন করে
নিঃশব্দে রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাবো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url