গল্পঃ শরতের বর্ষন

শরতের আগমনে একটু একটু করে জানান দিচ্ছিল শীতের আগমনি বার্তার। সন্ধি হয়েছে শরতে সঙ্গে হেমন্তের,শীতকে আলিঙ্গনের জন্য।
ওরা খুব নিবিড় পরস্পরের জন্যে প্রেমময় ওদের সম্পর্ক। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত। ওরা কাউকে ছাড়া একা একা চলেনা, চলতে পারেনা।

বিনে সূতার মালার মত ওরা স্রষ্টার রাজ্যে অবাধে বিচরন করছে। ঘুরেফিরে আসে বার বার প্রকৃতিকে অপার সৌন্দর্যে সাজিয়ে তোলার জন্য। তাকিয়ে দেখ
ওরা কতসুন্দর অপরুপে সাজিয়েছে প্রকৃতিকে। পাহাড়ি ফুল,ঝরনার স্বচ্ছ প্রবাহিত পানির ধারা বইছে অবিরত। বনবনানিরা বেড়ে উঠছে,তারা দখিনা বাতাশের তালেতালে হেলেদুলে নাচিছে। পাখির
কলতানে মুখরিত আকাশ বাতাশ। চারিদিকে ফুলে
ফুলে ভরে উঠেছে বাগবাগিচা পাহাড়ি বনলতারা।

ঐ আকাশে ভেসে বেড়ানো মেঘমেলারা শরতের বৃষ্টি
হয়ে জমিন করেছে সিক্ত। কমে গেল তাপদাহ জনজীবনে নেমে এলো স্বস্তি পরম শান্তি। এ সব কিছুই আল্লাহর অপার মহিমা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url