Breaking News

গল্পঃ শুন্য হ্রদয়

আমার পথ বহু পুরোন
বহু পুরোন এ পথে গন্ধ,
আমি নিঃশব্দে রাতের কালো আধারের শিক কেটে এলোমেলো পথে পা নিয়ে ঘরে ফেরেছি।
আমার আকাশ বড্ড একা
গোধুলীর শেষ বিকেল যখন নিভে যাই,
আমার আকাশ তখন একাকীত্ব খুঁজতে বেড় হয় তারাই তারাই।
আমার রংচঙা ঘর আর লাগছেনা ভাল
না লাগছে ভাল এ কনক্রিটে ঘেরা শহর
আচ্ছা, সব ভুলে ফিরে এলে কি করে নিবে আমাই বরণ?
তুমি বদলে ফেলেছ ঘর বাড়ী নাকি,বদলে ফেলেছ টিপ
হয়তো তুমি ভালই আছো তবে অমৃত ভেবে দিয়ে গেলে কেন বুক জালানি বিষ?
এ বিষ আমাই প্রতি রাতে বুকের বাঁ পাশে চেপে ধরে,
বিনিদ্রায় কেটে যাই সারা রাত।
ঠিক যখন ভোরের আলো ফোটে তোমার মুখটা খুব করে মনে পড়ে জানো প্রিয়ন্তী!
সকল নিদ্রাহীন চোখের ঘরপোড়া জ্বালা বিশ্বাস কর কোথাই যে হারিয়ে যাই তা হয়ত শুধু তোমার ভালবাসাই জানে হয়ত।
আজ কাল কেন জানি মাঝে মাঝেই মনে তুমি ভাল নেই!
সুখের অসুখ আজ তোমার ঘরে
প্রিয়ন্তী,তোমার মনে আছে এই দারিদ্রসীমা পাড় করতে পারি নাই বলে একদিন তুমি আমার তোমার এক মাসের সংসার ছেড়ে চলে গেয়েছিলে।

কি আজব দেখ আজ সেই সুখের অসুখী তোমার বুকে দিঃশ্বাসের ঘন নিশ্বাস ফেলে চলেছে।
আমার সারাটা জীবন টা এভাবে কেটে গেল, তোমার ভালবাসাইবেচে,কেটে গেল আমারত্রিশ টা বছর।
তোমার ঠিকানাটা জানানেই,
তাই হয়তো কখনওবাজানাও হবে না।
আমার চোখের নিচেকালি জমে আছে,
আমার চোখ দিন দিন ঝাপসাহয়ে আচ্ছে,
আমার সময় ফুরিয়েআচ্ছে,
আমার মাত্র কয়েকদিন,
পারলে আঁকবার দেখেযেও,
তোমার আমার সংসারে আমি এখনো থাকি।
যে দিন দেখবে মেঘলা আকাশে ঝমঝম করে বৃষ্টি নেমেছে,
তোমার শহরে তোমার ব্যাল্কলি দিয়ে কোন কাক সেই ঝমঝম বৃষ্টিতে কা কা করে ডাকচ্ছে।
সে দিন বুঝে নিও তোমার ত্রিশূল ফোটানো বিষ নিয়ে আমি চলে গেছি।
প্রিয়ন্তী, আমার এখন সবই আছে গাড়ী, ফ্লাট , মণিব্যাগ ভরা টাকা।
তবুও আজ মনে হয় সেই অভাবেই টানা কাটার
দিন গুলো ভাল ছিল।
তুমিও বুঝবে একদিন যে আমি আর থাকবো না।
যে দিন তোমার আকাশ ও আমার মত শুন্য হয়ে যাবে,
সে দিন বুঝবে কতটা যন্ত্রণা নিয়ে ত্রিশটা বছর তোমার গোছানো সংসার নিয়ে বেচে ছিলাম।
জানি একদিন তুমি ঠিকই বুঝবে।

No comments

info.kroyhouse24@gmail.com