Breaking News

মেয়েরা কি এতটাই খারাপ

মেয়েরা খারাপ অথচ কাছের কেউ হৃদয়’ টা ভেঙ্গে ফেললেও পাশে বসে থাকা মা জনে না
কারন হাসি মুখে কান্না থাকে না !!

মেয়েরা খারাপ কারণ তারা বিয়ের পর
জামাইয়ের লাথি গুতো খেয়েও !!
ভাত নাড়া ছেড়ে দেয় না !!

মেয়েরা খারাপ তাই তারা সাড়ে বারো ঘন্টা রোজা রেখে !!ইফতারের শেষ দু’ঘন্টা আগেও চুলার কল কাঠি নাড়তেই থাকে !!

মেয়েরা খারাপ, তাই তারা ছোট বাচ্ছা
দেখলেই নিজেকে মায়ের আসনে বসিয়ে দেয় !!
আমাদের কিছু পুরুষজাতির মতো এরা কখনোই
ধর্ষক হয় না!হয় রক্ষক !!

মেয়েরা খারাপ,তাই এরা চাইলেও সবার
সামনে উচ্চস্বরে কাঁদতে বা হাসতে পারে না !!
এরা পুরুষ সমাজের কাছে ধোকা খেয়ে
বোবাকান্না জুড়ে দেয় দিনের পর দিন !!
সেই কান্না কি কারো চোখে পড়ে না !!

মেয়েরা খারাপ তাই রাস্তায় মধ্যে হ্যারেশমেন্ট হওয়া সত্ত্বেও সব কিছু নীরবে সয়ে যায় !!
খুব কম মেয়েরাই এর প্রতিবাদ করতে পারে !!

অনেকেই বলে মেয়েরা মায়ের জাত !!
পৃথিবীতে এমন কোনো মেয়ে নাই যে স্বেচ্ছায় খারাপ হয়ছে !!
পরিস্থিতি মানুষকে খারাপ বানায় !!

মেয়েদের কে নিয়ে কিছু বলার আগে,,
অন্তত একবার ভাবা উচিত তোমারও মা-বোন আছে !!
তুমিও হয়তো একদিন মেয়ের বাবা হবে !!
তুমিও তোমার মেয়েকে বলবে মারে রাস্তা-ঘাট দেখে শুনে যাস !!

No comments

info.kroyhouse24@gmail.com