Breaking News

ভালোবাসার টুকরো টুকরো অনুভুতি

স্মৃতি তুমি বেদনার পৃতির বাধন ভূলনা ,ভূলতে চাইলে ও যায় না ভূলা ,দুঃখের সমান
হয় যে খোলা, পাহার সমান দুঃখ নিয়ে বুকে সাগর সমান জল দু’ চোখে।

কবি বলেছেন-
ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো
কিন্তু দরজা খোলার সময় হাসিমুখেই খুলবে—
কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ
তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে।

রাগ করে – তুই
ভালোবেসে – তুমি
অভিমান করে- আপনি
বলাকে ভালোবাসা বলে।

তুমাকে যতই দেখি যেন মনে হয়
তুমি তেমনি আছো পুস্পিত ভোরের
স্বপ্নের মতো সুনন্দর।

সাজিয়েছি তোমার ছবি রজনীগ্নধা ফুলে তুমি কি রাগ করেছো গোলাপ দিইনি বলে তুমি তো কলিজা আমার গোলাপের চেয়েও দামি তাইতো তোমায় all টাইম miss করি আমি

হার মেনো না আজকের দিনটা হয়তো কঠিন
আগামী দিনটা হয়তো আরো কঠিন হবে
কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই।

সবথেকে মূল্যবান কি জানেন?
সময় আর সম্পর্ক সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে,
আর সম্পর্ক তার সাথেই রাখা উচিত যে তোমার গুরুত্ব বোঝবে।

এই পৃথিবীতে কেউ কারো আপন নয়,
স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছুটে।
কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয়,
স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়।

সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে,
তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসেনা?।

কাউকে ভুল বুঝার আগে, দেখ ভুলটা কার ছিল–
কারে মন ভাঙার আগে,দেখো তোমার মন ভাঙলে কেমন লাগে——-
আগে নিজের কষ্ট বুঝো!!
তারপর কাউকে কষ্ট দিও-

No comments

info.kroyhouse24@gmail.com