এ যুগের সুচিত্রা আমি -Taiyeba Mehejabin

লম্বা সিঁথিটা দিন দিন আরও লম্বা হচ্ছে,
চুলেও তেলেও পরিমাপ আরও ঘন হচ্ছে,
গাঢ়ও হচ্ছে চোখের কাজল।
কপালের টিপ দিন দিন কালো,লাল, নীল সব রঙ ছাড়িয়ে যাচ্ছে।
একের পর কুঁচি দিয়ে শুধু শাড়ি পরাটাই শিখলাম,
কখনও বিদেশি পোষাকের ধার কাছেও যেতে পারলাম না।
এই আধুনিকে তাই একটা প্রেমিকও জুটলো না।
অবশ্য এ নিয়ে আমার কোনো আফসোস নেই।
আমি যেমন এ যুগেও গত যুগের সুচিত্রা
আমার এ যুগের উত্তম কুমারও ঠিক আমাকে সেভাবেই মেনে নিবে।
আদর করে হাতে একটা একটা করে রেশমি চুড়ি পরিয়ে দিবে।
পায়েতে লাল টুকটুকে আলতা জড়িয়ে দিবে।
কপালের বাঁকা টিপটা সোজা করে দিবে।
এ আধুনিক যুগেও আমরা না হয় উত্তম সুচিত্রা হয়েই কাটালাম।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url