Breaking News

মায়া পরী | লিখাঃ নীভু

কবিতা – মায়া পরী

.

তুমি মানুষ রূপে এক পরী
হাঁসি দেখে প্রেমে পরি
ফুঠান্ত এক রজনী কলি
তোমার মালা গাঁথি চলি,,

তুমি যদি আমার পরী হতে
রাখতাম তোমায় পিঞ্জিরা তে
দেখতাম তোমায় দিনে রাতে
মন ভরাতাম প্রেমের রাগে,,
রইলে পরী অজানাতে
তোমার জন্য সন্ধ্যা সাজে
নীল রঙের প্রেম জমানো
দিতে তোমার ডানায় পাঙ্কু,,
সাজি আমি পরী রঙে
রঙ্গিন ছোঁয়া করি ডংগে
পরী কখন আসবে পাড়ায়
রাখবো তোমায় বুকে জড়ায়।
.

কবিতা – ভাবনা বপন

.

কখন বিছাইবে শাড়ির আঁচল
তোমার ভাবনায় ছুটছে নাগল
আশার ধোঁয়ারে ঘুরিয়ে পাগল
তোমার জন্য নীর ঘুম কাজল,,

তোমার চাওয়াতে দুয়া’আশার পাতল
তোমার আশাতে শুণ্য মাদল
কায়ার মায়াতে ছায়ার আঁচল
তোমার প্রেমতে নগরী পাগল,,
তোমার ছুয়াতে ফাগুনী সজল
তুমি বীনা কাটে না বিজল
তোমার চাওয়া তে ফুঠে না উজ্জ্বল
ডাকি গো তোমারে সখি গো সুজন,,
তোমার পাড়াতে ঘুরে গো পাগল
আসিবে কবে বিছাইবে আঁচল
তোমারি প্রেমেতে মরিবো সুজন
নাহি পারি আর একলা বপন।

No comments

info.kroyhouse24@gmail.com