Breaking News

মেঘলাচল | লিখাঃ নীভু

কবিতা – মেঘলাচল

.

মেঘলা দিনের ভোরে
তুমি রইলা দূরে
অজানা এক সুরে
তোমায় খুঁজে পুড়ে,,

যাচ্ছি কোন দূরে
তোমার তীরের পাড়ে
কান্তি দিনের ভারে
আস্ত যায় ঢলে,,
আবেগ জমা ভিরে
ফিরে মন তীরে
সময় রঙ্গে ডংগে
সঙ্গী হারা বনে,,
ঠিকানা নাই সঙ্গে
তোমায় খুঁজি অঙ্গে
দিক খুঁজে রঙ্গে
না পাই তোমার সঙ্গে।
.

কবিতা -গয়না

.

তুমি রাখবে কবে এই বুকে
মাথা খানি তোমার
কখন বলবে তুমি আমার
আদর মাখা জাহান,,

কখন শোনাবো তোমায় আমি
কবিতা আবৃত্তি ছড়া
কখন তুমি বলবে আমায়
আমি তোমার গয়না
আজ জ্বলে পুড়ে হয় গো ছায়
তোমায় না পাওয়ার আশায়,,
তুমি বুঝো না কেন মিষ্টি সোনা
আদর করে ডাকবো ময়না
কত করে চাই গো তোমায়
দিবা নিশি মোর সোনার ময়না,,
কখন তুমি বলবে আমায়
তুমি শুধু আমারি
শোনিতে চাই রাজকুমারী
এ মনো প্রাণ তোমারি।

No comments

info.kroyhouse24@gmail.com