আগামীর রোহিঙ্গা

আজ রোহিঙ্গা কোথায় আছে
কেউ করে কি মনে?
সন্তান জন্ম দিচ্ছে তারা
বাড়ছে ন-দিনে দিনে
করছে না কেউ মনে।।

দুদিন বাদে বলবে ত-শণে
আমায় নিয়ে নে সরকার !
মোদের যেতে নাহী-দে!
সন্তান যেথায় জন্ম মোদের
সেথায় রাইখে দে মোদের
সেথায় জায়গা দে!
সব ছেড়ে স্বাধীন কোলে
ঘুমায় যখন সবাই মিলে
শান্তি পাই দিলে দিলে
মোদের রাইখা দে।
বিপরীত পথে শতবাঁধা দিতে
আসবে জনতা মিছিলে মিছিলে
করবে না কেউ স্বরণ
বলবে হয়েছে মানবতার মরন।
তখনই ধ্বনিত হবে প্রতিবাদ
ভাগে ভাগে বিভক্ত হবে
মিছিলে মিছিলে ভাঙ্গবে বিধান
এগিয়ে আসবে কেউ কেউ
দিয়ে যাবে তাজা প্রাণ
উঠবে তাদের মুখে স্লোগাণ
মনে দিলে শান্তি দে
নিরাপত্তা বলয় দে
অন্ন বস্ত্র বাড়ি দে
টাকা কড়ি সেটাও দে
দে দে শুধু দে
পেট ভরে খাবার দে
ঘর বাড়ি জাগয়া দে
দে দে মিছিল দে!
দিন ঘুরে আসে ফিরে
সময়ও খানিক যায় বয়ে
কাজেরও বেলা করোনা হেলা
সংকট আসিবে বাড়িবে জ্বালা।
সাদেকুর রহমান।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url