চৈত্রের পোড়ানি

গরমের চোটে পেটে ক্ষেতে নেই পানি,
বাষ্প হয়ে উড়ে যায় বাড়ে কাতরানি !!
কাঠ ফাটা খাল বিল
মাছ নেই, ওড়ে চিল
ঘরে নেই ঘটি বাটি
ছিটে ফোঁটা পানি !
গরমের চোটে পেটে ক্ষেতে নেই পানি !!
সত্যি বুঝি গেল মরে
ঘটি ভরা ঘাম ঝরে
কলসির ধারে কাক
ছিটে ঠোঁটে পানি !
গরমের চোটে পেটে ক্ষেতে নেই পানি !!
বনে বাঘ হতবাক
আসমানে চেয়ে থাক
বৈশাখের আগে শুরু
চৈত্রের পোড়ানি !
গরমের চোটে পেটে ক্ষেতে নেই পানি !!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url