Breaking News

মা তোমার যে বিকল্প নেই

মায়ের কথা বলবো কিছু
মন চাইছে আজ,
ভাবতে বসি মাকে নিয়ে
ফেলে সকল কাজ!
মাকে নিয়ে অনেক স্মৃতি
জমেছে আজ মনে।
সে ছোট্ট থেকে বন্ধু ছিলাম
মা আমি দু’জনে!
শিক্ষা গুরু ছিলো যে মা
ছিলো খেলার সাথী,
গল্প গানে ঘুম পাড়াতো
নিভলে রাতের বাতি।
সকাল বেলায় ঘুম ভাঙতো
মায়ের মধুর ডাকে!
সারাটাদিন সব কাজেতে
চাই যে আমার মাকে।
সেই ছোট্ট থেকে বড় হলাম
মায়ের স্নেহের মাঝে,
মায়ের মতো স্নেহময়ী
এমন কে আর আছে?
সব কিছুরই বিকল্প যে
এই দুনিয়ায় পাই,
শুধুমাত্র মায়ের কোন
বিকল্প যে নাই!!!
.

অসমাপ্ত ব্যাখ্যা

.
শিক্ষা অবশ্যই প্রয়োজন, শিক্ষা ছাড়া গতি নেয়।
আবার পাঠ্যপুস্তক শেষ করে কেউ শিক্ষিত বলে
গর্ব করে নিজেকে প্রদর্শনের কিছু নেই,
শিক্ষা মানে, সুশীল সমাজ
শিক্ষা মানে, অন্যের উপকারে নিজেকে সঁপে দেয়া,
শিক্ষা মানে, জ্ঞানহীন লোকের কাছে
নিজের শিক্ষা দিয়ে অন্যকে সুশিক্ষা দেয়া।
বর্তমানে শিক্ষায় ঢুকেছে রাজনীতি,
শিক্ষিত বেকার দেশে রাস্তাঘাটে ফুটপাতে
বেকারত্ব নামের তকমা নিয়ে ঘুরেফিরে!
কেউ সার্টিফিকেট নিয়ে গর্ব করে বুক ফুলিয়ে
বলতে পারে না আমি চাকরিজীবী আমি কর্মরত,
সকল স্থানে আজ শিক্ষার চেয়ে টাকার জোড় বেশি,
শিক্ষিত বেকারের চাকরির জন্য চাই টাকা
নয়তো প্রয়োজন উপরমহলের সুপারিশ!
মধ্যবিত্ত পরিবারের বাবা মা সন্তানকে পড়িয়ে
শিক্ষিত করে ভালো একটা চাকরি করে পরিবারের
হাল ধরবে, মধ্যবিত্ত বাবা নিজের জমানো পুঁজি
সন্তানের পড়ালেখার পিছনে খরচ করে যাতে
সন্তান একদিন পিতা মাতার সম্বল হবে,
মানুষের মতো মানুষ হয়ে সাফল্য অর্জন করবে!
কিন্তু তাতেও শেষ নেই চাই কাড়িকাড়ি টাকা,
নয়তো সকল শিক্ষায় হবে বৃথা।
আমাদের সমাজে অনেক শিক্ষিত বেকার
জীবন দিয়েছে চাকরির অভাবে, বেকারত্বের
তকমা থেকে মুক্তি না পেয়ে, সমাজের আত্মীয়-স্বজনের পরিবারের নিত্যদিনের খোটা পেয়ে।
বেকারত্ব কেউ ইচ্ছাকৃত ভাবে থাকতে চায় না,
কিন্তু বেকারত্ব একটা অভিশাপ, এই অভিশাপ থেকে
মুক্ত হতে বর্তমানে বড়ই দুষ্কর জনক।
নিজে শিক্ষিত হোন বা অন্য,
আসুন সকলে একে অপরের উপকারে
সাহায্য করি, চাকরিজীবিরা বেকার ছেলেটিকে
একটা চাকরি পাইয়ে দেই, তাকে তার যোগ্যতা
দেখে তার একটা জীবন গড়ে দেই।
একটা বেকার ছেলে চাকরি পেলে একটা পরিবার
স্বচ্ছল ভাবে চলতে পারবে,
আমি আপনার সাহায্য, আপনি অন্যের সাহায্য,
সে আরেকজনের সাহায্য যদি করি তবেই
দেশ সুশিক্ষিত হবে, দেশ স্বচ্ছল হবে!
চাকরি নামে টাকার খেলা, ঘুষ দেয়া নেয়া থেকে
সবাই চাইলেই, আমরা পারি বন্ধ করতে
আপনি বাঁচুন অন্যকেও বাঁচান।
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে কেহ নাই।

No comments

info.kroyhouse24@gmail.com