অবন্তীর সংসার || পর্ব :০৫

সবই তো করে রেখেছি আর কিসের কাজ?
-আর কিছুই নেই?
-বুঝতে পারছি না...বলো না প্লিজ!!
-আমার মহারানীটা যে এই ক'টা দিন আমার বুকে থাকবে না... আমার ঘুম কেমনে আসবে শুনি? 
- আবির!! তুমি না সত্যিই পাগল!!!
- হ্যাঁ পাগল তো!! আমার অবন্তীর ভালোবাসায় আমি পাগল.. অবন্তীর চোখের নেশায় আমি পাগল,অবন্তীর চুলের সুবাসে আমি পাগল!!  তুমি তো আমার অভ্যাস!! যখন ছিলে না তখন তো অনায়াসে থাকতাম এখন কেন জানি না এক মুহূর্ত অনেক বেশি সময় বলে মনে হয়।
অবন্তী আবিরকে শক্ত করে জরিয়ে ধরে বললো-
-আমি পৃথিবীর সব থেকে ভাগ্যবতী, কারন আল্লাহ আমাকে আবিরের মতো সীমাহীন ভালোবাসা দিয়েছেন!!!  আবির!!! আমার বরং যাওয়া লাগবে না.. তুমি একা থাকলে আমারও ভালো লাগবে না...
- এই না!! চলো ছাড়ো দেখি দেরি হয়ে যাচ্ছে!!
.
.
ভালোবাসার খুনসুটির পালা শেষ করে আবির অবন্তীকে বিদায় দেয়।  
.
সন্ধ্যা ৬ টা,,,
বাসার কলিং বেল বাজতেই মনোয়ারা বেগম(অবন্তীর মা) রান্নাঘর থেকে বলে ওঠেন-
-অথি,এই অথি!!! দেখতো কে এলো?? 
.
অথি অবন্তীর একমাত্র ছোট বোন এবার ক্লাস ৯ এ পড়ে।অথি দৌড়ে গিয়ে দরজা খুলেই আশ্চর্য হয়ে বলে উঠে -
-আপু!! তুমি?
দু'বোন একে অন্যকে জরিয়ে ধরে।  অথি কান্না কান্না কন্ঠে বলে ওঠে
- আপু,তুমি একদম ভালোবাসো না আমাদের!!  তুমি তো ভুলেই গেছো আমাদের!!
-নাহ রে আপি!! তোদের সত্যি খুব মিস করি, তাইতো কিছু না বলে এভাবে তোদের সারপ্রাইজ দিলাম।
অথির কোনো সাড়া শব্দ না পেয়ে মনোয়ারা বেগম রান্নাঘর থেকে এগিয়ে আসতে আসতে বললেন-
- কিরে অথি!!! কে এলো এই অসম....
কথাটা শেষ করার আগেই তিনি অবন্তী কে দেখতে পেলেন। অবন্তী তার হাতের ব্যাগটা নামিয়ে আর আম্মুকে বললো-
- আসসালামু আলাইকুম, আম্মু!!  কেমন আছেন?
- ওয়া আলাইকুম আসসালাম!! মা!!  খুব ভালো আছি। তুই কেমন আছিস?
- আলহামদুলিল্লাহ মা!!
- জামাই আসেনি?
- নাহ আম্মু,মায়ের শরীরটা একটু খারাপ তাই ও আসতে পারেনি।
-আচ্ছা দাড়া তোর বাবা আর ফুপুকে ডাকি।
- আম্মু ফুপু আসছেন কবে?
- কালকে।
কথা বলতে বলতেই ভেতরের রুম থেকে অবন্তীর বাবা আর ফুপু বেরিয়ে এলেন। বাবা তো তার আদরের মেয়েকে দেখে খুশিতে আত্নহারা হয়ে যান। মেয়েকে বুকে জরিয়ে বলেন
- আমার মা'টাকে কতদিন হয় দেখি না। কেমন আছিস তুই?
- বাবা আমি ভালো আ...
কথাটা টা শেষ করার আগেই অবন্তীর ফুপু বলে ওঠেন
- কিরে তোরা সবাই মিলে মেয়েটাকে ঘরে ঢুকতে দিবি না.. নাকি? এমনিতেই অবেলা করে আসছে মেয়েটা। একটু ফ্রেস হয়ে নিক,তারপর গল্প কর,কেমন! 
.
রাত ৮ টা
সবাই খাওয়ার টেবিলে খেতে বসেছে। সবাই নানান ধরনের গল্প বলছে। হঠাৎ অবন্তীর ফুপু বলেন..
-তা আবির এখন কি করছে? মানে কোনো চাকরী পেয়েছে নাকি? 
অবন্তী একটু বিব্রত বোধ করলেও বলে ওঠে
- হ্যাঁ ফুপু। ও একটা খন্ডকালীন চাকরিতে জয়েন করেছে শীঘ্রই ভালো কোনো চাকরি পেলে ওটা ছেড়ে দিবে... 
কথা শেষ হতেই অবন্তীর বাবা খাওয়া শেষ করে রুমে চলে যায় আর অবন্তী....

চলবে.......
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url