ছয় মাসের বউ || সিজন ২|| পর্ব- ৪
হতে পারে বউয়ের সাজে সব মেয়েকে সুন্দর লাগে।
আজ যদি সত্যি কারের প্রেমিকরা এই মেয়ের দিতে তাকায় সত্যি কারের প্রেমে পড়ে যাবে।
মিতুু সময় মতো মাহিরকে বলা ঠিকানায় কাজী অফিসের কাছে চলে আসে।
মিতু কাজী অফিসের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছে মাহিরের জন্য।
কখন মাহির আসবে সেই আসায়।
কিন্তু অনেক সময় পার হয়ে গেছে কিন্তু মাহিরের দেখা মিতু পেলো।
তবুও অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
হঠাৎ করে কেউ একজন পিছনে থেকে বলে উঠে,
___:---বিয়ে করতে এসেছেন বুঝি?
হঠাৎ করে কারো কথা শুনে মিতু চমকে উঠে পিছনে তাকায় দেখে আরিফ।
মিতু অনেকটা অবাক হয়ে যায় যে আরিফ কি করে জানলো আর এখানে কি করে আসে।
ভয়ে ভয়ে জিজ্ঞেস করে,
মিতু:---আপনি!!এখানে কি করে এলেন।
আরিফ:---কি করবো বলেন!
নিজের হবু বউকে দেখে রাখার দায়িত্ব তো আমার তাই না।
তাই চলে এলাম আপনার কাছে।
মিতু:---আপনি কি করে জানলেন আমি এখানে আছি?
আরিফ:---এমন অনেক কিছু আছে যা শুধু আমি জানি,তা আপনিও জানেন না
মিতু:---দেখুন আমি আপনাকে বিয়ে করতে পারবো না।
আমি মাহিরকে ভালোবাসি,আর আজ আমি আর মাহির বিয়ে করবো এখানে।
আরিফ:---আচ্ছা।আপনার মাহির যদি আসে তবে আমি নিজে থেকে দাঁড়িয়ে আপনাদের বিয়ে দিবো।
আর না আসলে আর কি করার বলেন আপনার আমাকেই বিয়ে করতে হবে তখন।
মিতু:---আসবে আমার মাহির।
আমরা দু'জনেই দু'জন কে ভালোবাসি।
তাই মাহির আসবে আমাকে বিয়ে করতে।
আরিফ:---আচ্ছা আমি না হয় দাড়িয়ে থাকি আপনার মাহিরের জন্য।
মিতু আর আরিফ দাঁড়িয়ে আছে কিন্তু মাহির আসছে না।
আর মিতু অনেকবার ফোন করে কিন্তু ফোনও বন্ধ।
যার জন্য মিতু মাহিরের সাথে কথা বলতে পারছে না।
আরিফ:---আপনার মাহির কি আসলে আসবে!
আমার তো মনে হয় ঐ ছেলে আপনার সাথে পলটি নিছে বিয়ে করবে বলে।
মিতু:---একদম বাজে কথা বলবেন না আপনি।(রেগে গিয়ে)
আরিফ:---আচ্ছা ঠিক আছে আর বলবো না।
আরও কিছু সময় কেটে গেছে কিন্তু মাহির আর আসে না।
আর মাহিরের জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যা নেমে আসে কিন্তু মাহির আর আসে না।
মিতু এবার কান্না করতে শুরু করে দেয়।
মিতু:---মাহির কেন তুমি আমার সাথে এমটা করলে?(কান্না করে)
আরিফ:---(মিতুর পাশে বসে)মিতু চলো তোমাকে বাসায় দিয়ে আসি!
মিতু:---না আমি কোথাও যাবো না আমি এখানে থাকবো।
আরিফ:---দেখ মিতু একদম পাগলামি করো না।
সবাই হয়তো চিন্তা আছে তোমার জন্য।
মিতু:---না আমি যাবো না।
আরিফ:---(রাগী গলায়) তোমাকে আমি বলছি কি না বাসায় যেতে।
উঠো গিয়ে গাড়িতে বসো।
মিতু আরিফের রাগ দেখে ভয় পেয়ে যায় আর গাড়িতে উঠে বসে।
চলবে.....