ছয় মাসের বউ || সিজন ২ || পর্ব-৩

মিতু আর কিছু না বলে নিজের রুমে চলে রাগে আরিফ কে বকা দিতে শুরু করে।

মিতু:--- সালা বজ্জাত তোরে কইছি বিয়ে করবি না বলতে আর তুই কি না বললি আমারে বিয়ে করবি!!
তাও আবার তোর তাড়া সয় না তাই না।
দেখামু তোরে আমারে বিয়ে করবি তুই তার আগে তুই না কইরা দিবি।
না আমার মাহির(মিতুর বয়ফ্রেন্ড) কে কল দিতে হবে।
আজ সারাদিন ওর সাথে কথা বলা হয় নাই।
যা করার তাড়াতাড়ি করতে হবে। 

এই বলে মিতু মাহিরকে ফোন করে।

মাহির:---হ্যালো বাবু বলো,কি খবর তোমার কই ছিলে তুমি আজ সারাদিন??

মিতু:---তোমার বাবু অন্য কারো বাবুর মা বানানোর জন্য চেষ্টা করছে।

মাহির:---কি বলো এগুলো তুমি?? 
কিছুই তো বুঝতে পারছি না আমি!! 

মিতু:---মানে আমার বিয়ে ঠিক হয়ে গেছে!! 

মাহির:--- মানে কি কখন ঠিক হলো,আর কবে বিয়ে তোমার??

মিতু:---ঐ তুই কি আমার বিয়ে খেতে আসবি যে তুই জানতে চাছ আমার বিয়ে কবে!!(রেগে গিয়ে)

মাহির:---না তা কখন বললাম আমি!! 

মিতু:---তুমি আমাক কালকেই বিয়ে করবে।

মাহির:---কি বলো তুমি আমি তোমাকে কাল কি করে বিয়ে করবো!!

মিতু:---কেমন করে আবার তুমি তিনবার কবুল বলবা আর আমি তিনবার কবুল বলমু তারপর বিয়ে হয়ে যাবে। 

মাহির:--- কি বলো তুমি এটা আমি এখন কি করে বিয়ে করবো!!
আমি এখনো পড়াশোনা শেষ করি নাই।

মিতু:---তোর প্রেম করার সময় মনে ছিলো না এখন এটা বলছ।
তুই কালকেই বিয়ে করবি আর সকালে আমি কাজি অফিসে থাকবো তুইও ঠিক যায়গায় চলে আসবি।

মাহির:--- আচ্ছা ঠিক আছে আমরা কাল বিয়ে করবো। 
তুমি আর রাগ করো না,না হয় তোমার প্রেমে আবারও পড়ে যাবো।
তখন আর উঠতে পারবো না।

মিতু:---আমি ও চাই না তুমি উঠো চাই সারাজীবন আমার প্রেমে পড়ে থাকো।

এরপর কিছু সময় কথা বলে মিতু আর মাহির তারপর মিতু ঘুমিয়ে পড়ে। 
কারণ সকালে তাড়াতাড়ি উঠতে হবে কাল মিতু আর মাহিরের বিয়ে।
 এটা ভাবতে মিতুর খুব ভালো লাগতে শুরু করে। 

আর এদিকে আরিফ মিতুর সব খবর বাহির করতে থাকে।
মিতু কাল সাথে রিলেশন,আর কে সে তা।

রাত শেষ মিতু ঘুম থেকে উঠে যায় আজ তাড়াতাড়ি করে। 
আর রেডি হয়ে কাজী অফিসে চলে আসে।
আর আজ মিতু লাল শাড়ি,লাল চুড়ি,লাল টিপ পড়েছে। 

মিতুকে আজ খুব সুন্দর লাগছে। 
সত্যি আজ মিতুকে যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। 

চলবে......
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url