প্রাক্তনের কাছে চিঠি

প্রিয়তম,

আপনাকে নিয়ে আমার কাল্পনাতে বরাবরই ব্যক্তিগত কিছু ইচ্ছে ছিল।
ইচ্ছে ছিল পিচ্ ঢালা রাস্তায় আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে হেঁটে দুজনে 
কোন এক বসন্তের বিকেল পাড় করো দিবো।
ইচ্ছে ছিল কোন এক শীতের সকালে,
শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে আপনার সাথে হেঁটে বেড়াবো।
রাগে -অভিমানে অথবা ভালোবাসা প্রকাশে রোজ রোজ আপনি করে বলতে বিরক্ত হয়ে যেতাম,
ইচ্ছে ছিলো আপনাকে আমার দেওয়া কোন এক ডাকনাম ধরে ডাকবো।

এসব ইচ্ছে শুধু আমার কল্পনাতেই সীমাবদ্ধ ছিল,
আমাদের সম্পর্কটা ছিল ফোনের এপাশ-ওপাশ।
আমার দুজন এতটাই ব্যস্ত ছিলাম যে,
মনখুলে সামান্য কথা হয়ে ওঠেনি কখনো আমাদের ।

সকালে ভাবতাম বিকেলে কথা হবে,
বিকেলে ভাবতাম রাতে কথা হবে,
এমন করতে করতে আরো একটি ভোর হয়ে যেত।
আমাদের ব্যস্ততা শেষ হতো না।

তবু আমাদের মধ্যে যে ছোট ছোট ভালোবাসা ছিল,
আমি রোজ রোজ তা জমিয়ে রাখতাম মধ্যবিওের টাকার মতো।
ইচ্ছে ছিল সেই ছোট ছোট ভালোবাসা গুলো দিয়ে
একদিন ভালোবাসার পাহাড় বানাবো।
ইচ্ছে ছিল আমি-আপনি থেকে সম্পর্কটা আমাদের হবে,
আমাদের ছোট্ট একটা সংসার হবে।

সেই ইচ্ছে গুলোকে বাস্তব রূপ দেবার লক্ষ্যে,
ক্যালেন্ডারের পাতার এক একটি দাগ কাটতে কাটতে,
আমাদের সম্পর্কের কয়েকটি বছর পার হয়ে গেলো।
কিন্তুু ইচ্ছে গুলো বাস্তব রূপ পেলো না,
আজ আমরা একে অপরের প্রাক্তন
অথচ বিচ্ছেদ হবার ইচ্ছে টি কখনোই আমার ইচ্ছের তালিকায় ছিলো না।
এখন শুধু একটাই ইচ্ছে ভালো থাকুন আপনি,
ভালো থাকুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url