Breaking News

আমি পুরুষ আমাকে পারতেই হয়

আমি পুরুষ,
আমার শত কষ্ট হলেও আমি কাঁদতে পারি না
আমি পুরুষ এই একটি মাএ শব্দের দায়ে,
আমার পাহাড় সমান কষ্ট হলেও আমাকে তা প্রকাশ করতে নেই।

আমি পুরুষ,
আমাকে সামান্য আঘাতে ভেঙে পড়লে চলে না,
আমাকে শত আঘাতের পড়েও দেয়ালের মতো অভেদ্য অটল থাকতে হয়।

আমি পুরুষ,
যেদিন আমি বাজারের ব্যাগটা প্রথম হাতে নেই
সেদিন থেকে আমাকে শিখে রাখতে হয় দায়িত্ব ও কর্তব্য কাকে বলে।

আমি পুরুষ,
যখন আমি বাবা হই,তখন থেকে আমার বলার মতো আর কোন প্রিয় রং অথবা প্রিয় দিন থাকে না।
আমার নিজের আর কোন আবদার থাকেনা,
অথবা আবদার করবার মতো জায়গা থাকে না।

আমি পুরুষ,
আমাকে একটি পরিবারের ঢাল হতে হয়,
মাথার উপরের চাল হতে হয়।
বাবা-মা,ভাই-বোন,স্ত্রী-সন্তান সবাইকে আগলে রাখতে হয়।
মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে,
পরিবারের মুখে হাসি ফোটাতে হয়।

আমি পুরুষ,
আমাকে পাথরের মতো নির্বিকার হতে হয়,
আমার কাঁধ দুটোর মতো মনটাকেও শক্ত করতে হয়।
আমাকে কষ্টের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হয়।

হ্যাঁ আমি পুরুষ,
আমার হৃদয়ে শত রক্ত ক্ষরণ হলেও ,
তা চোখে অথবা মুখে প্রকাশ করা যায় না।
আমি পুরুষ এই শব্দটির সাথে আমার জীবনে জরিয়ে থাকে হাজারো দায়িত্ব ও কর্তব্য।

No comments

info.kroyhouse24@gmail.com