ভালোবাসার কাছে প্রশ্ন

“ভালোবাসা ” তুমি কি কেবলই
মেয়েটির ভেজা বালিশ,
চোখের নিচের কাল শিটে দাগ।
ছেলেটির বুকের ভেতর বন্ধ হওয়া হার্ট?
অথবা পুরে যাওয়া নিকোটিন।

“ভালোবাসা” তুমি এত নির্মম কেন?
রোজ রোজ কত শত মন ভেঙে দাও কেন?
সাজানো স্বপ্ন গলা টিপে হত্যা করো কেন?

“ভালোবাসা” তুমি যদি স্বর্গ থেকে আসো-
তবে শেষমেশ জীবনটাকে নরক করে দিয়ে চলে যাও কেন?
” ভালোবাসা” তুমি তো পবিত্র ছিলে,
সুখের ছিলে।

“ভালোবাসা” তোমাকে তো অভিশপ্ত করেছে,
সেই ছেলেটি, সেই মেয়েটি
যাদের কাছে তুমি ছিলে পুতুল খেলা।

“ভালোবাসা” তুমি তবে সুন্দর মন ভেঙে দাও কেন?
“ভালোবাসা” তুমি কি সুন্দর মন না ভেঙে,
তাদের ভাঙতে পারো না-
যারা রোজ রোজ তোমার নামে কোটি কোটি মন ভাঙে।
তুমি কেন তাদের ভাঙো যারা তোমার নামে কাব্য লেখে?

“ভালোবাসা” তুমি কি পুড়িয়ে দিতে পারো না?
সেই প্রতারক অথবা ছলনাময়ী কে,
যারা তোমাকে অভিশপ্ত করেছে?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url