একটা সত্যিকারের বন্ধু হবি


যখন বিষন্নতার তাপদাহে পুড়বে জীবন

তুই কি তখন আমার এক টুকরো মেঘ হবি!
মাথার ওপর শীতল ছায়ার পরশ হবি!
ভীষণ মন খারাপে যখন কাঁদতে ইচ্ছা করবে
তুই তখন বৃষ্টি হয়ে চোখের জল মুছিয়ে দিবি।

জীবনে অপূর্ণতার দুঃশ্চিন্তায় যখন ক্লান্ত আঁখিযুগল ঘুমহীন,
তুই কি তখন আমার দু’চোখে কোমল প্রশান্তির ঘুম হবি!
নির্ঘুম রাত্রিগুলোতে যখন চোখের কার্ণিশ জুড়ে দুঃস্বপ্নের ক্লান্তি ভর করবে
তুই তখন ঘুম পাড়ানিয়া গান হয়ে চোখের ক্লান্তি দূর করবি।

যখন বন্ধুহীনতার একাকীত্বে জীবনটা রঙহীন বিবর্ণ,
তুই কি তখন আমার একটা প্রকৃত বন্ধু হবি!
যাপিত জীবনের কষ্টগুলো যখন কারো কাছে প্রকাশ করতে পারবোনা,
তুই তখন বন্ধু হয়ে আমার সব কষ্টের গল্প শুনবি
বিশ্বস্ততার হাত বাড়িয়ে দিয়ে বলবি “আছিতো আমি তোর পাশে সবসময়ই।”
আর মেঘ,বৃষ্টি, ঘুম যদি নাইবা হতে চাস,
শুধু বল! বন্ধুহীনতার এই শহরে তুই কি আমার একটা সত্যিকারের বন্ধু হবি?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url