Breaking News

মুক্তি চাই মুক্তি দাও

মুক্তি দাও আমায়,
মুক্তি দাও তোমাকে ঘেরা
স্মৃতির বন্দী কারাগার থেকে।
হৃদয়ে কুন্ডলীর মতো পেঁচিয়ে যাওয়া
তোমার স্মৃতিগুলো আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে।
এখন আমার শ্বাস নিতেও অনেক কষ্ট হয়।
তোমার এই স্মৃতিগুলো আমাকে শ্বাসকষ্টের রোগী বানিয়ে দিয়েছে।
আমি খেতে পারিনা,ঠিক মতো ঘুমুতে পারিনা
আমি হাসতে পারিনা,কাউকে ভালোবাসতে পারিনা।
আমি জীবন্ত লাশে পরিণত হয়েছি।
আমার মাঝে আর নাই আমি।
তুমি চলে গেছো বহুদূরে,
তাই তোমার স্মৃতিগুলোকেও যেভাবে পারো নিয়ে যাও।
নিয়ে গিয়ে আমাকে মুক্তি দাও,
দয়া করে মুক্তি দাও!

কি ভয়ংকর খেলা তুমি খেলছো আমার স্মৃতির আঙ্গিনা জুড়ে!
এই স্মৃতির আঙ্গিনায় তোমার দোড়ঝাঁপ আমাকে ব্যথা দিচ্ছে অনেক।
স্মৃতিতে ফিরে এসে কি নির্মম মায়ার ছুরিতে তুমি আমার মস্তিষ্কের কোষগুলো কেটে ফেলছো
তোমার স্মৃতির আগুনে একটু একটু করে প্রতিনিয়ত পুড়ে যাচ্ছি এই আমি।
আমার বুকে চিনচিনে ব্যথা হয়,
চোখের কার্ণিশ ভিজে যায় অনবরত।
আমি বিন্দুমাত্র শান্তি পাইনা,বাঁচার মতো করে বাঁচতে পারিনা
আমি তোমাকে কোনভাবেই ভুলতে পারিনা।
তুমিতো দিব্যি ভালো আছো তোমার সুখের রাজ্যে
সেখানে বরং তোমার স্মৃতিগুলোকে তুমি সঙ্গে নিয়ে যাও
নিয়ে গিয়ে আমাকে মুক্তি দাও,
দয়া করে মুক্তি দাও!

তোমার স্মৃতিগুলো নিয়ে যাও

No comments

info.kroyhouse24@gmail.com