Breaking News

এক মুঠো ভাত

আমাদের মতো দিনআনা দিন খাওয়া মানুষের বাড়িতে নতুনের স্বপ্ন দেখা যে মহাপাপ,
কেননা যখন’ই স্বপ্ন দেখি সুন্দর এক সকালের
সেই সকালে’ই শুরু হয় পান্তা ভাতের লড়াই,
অসুস্থ বাবা মাকে নিয়ে ছুটাছুটি
না হয় ছোট্ট ভাই বোনের একটু দুধের জন‍্য কান্না
এইতো জীবন,তবে কি স্বপ্ন দেখা সাজে।।

যখন ভাবি অভিশপ্ত জীবনে কেও একজন এসে
আলতা,আলপোনা,আর মিষ্টি কথায় ভরে দেবে
তখনই এ মাটিতে কঠিন বাস্তবটা আঁকড়ে ধরে
মনে করিয়ে দেয় মায়ের উস্কোখুস্কো চুলের কথা
বাবার বাঁক ধরা ধনুক আকৃতি পিঠের কথা
অভুক্ত ভাই বোনের ক্ষুধার কাতরতা,
না না আমাদের স্বপ্ন দেখা সাজে না।।

আমাদের জীবনটা যে গরম শিকলে বাঁধা,
চোখের সামনে দেখতে হয় ধর্ষণ,
শুনতে হয় রাজনীতি’র মিথ‍্যা মিথ‍্যা ভাষণ,
বাবুদের মুখবাঁকানো অশিক্ষিত কটু কথা,
কেননা চাই আমাদের দু মুঠো পোড়া ভাত
তাই সয়তে হয় অসভ‍্য সমাজের ঘাত প্রতিঘাত
জীবটাতে আজীবন লেগে অম‍্যাবস‍্যার কালো রাত।

জীবনের চাওয়া পাওয়ার স্বপ্নগুলো কাফন পরে
শরীরের প্রতি বিন্দু তাজা রক্ত সঞ্চিত হিমঘরে
সভ‍্য সমাজে আমাদের মানুষ ভাবে না
কুকুরের মতো সয়তে হয় লাঞ্ছনা বঞ্চনা
শুধুমাএ এক মুঠো পোড়া ভাতের জন‍্য
হে সভ‍্য মানব তোমার বিবেক,বিবেচনা’তো ধন‍্য
আর মনে হয়না এ পৃথিবী আমাদের জন‍্য।।

না না আমাদের নতুনের স্বপ্ন দেখা সাজে না
কেননা মন্দিরে আর শ‍্যাম সুন্দরের বাজনা বাজে না
স্বার্থছাড়া কেউ যে হাত বাড়াই না,
আমারতো সামন‍্য লোক,নেই বাপু নতুনের শোক
আমাদের জন‍্য পোড়া ভাতের ব‍্যবস্থা হোক
আর নেই কোনো স্বপ্ন, নেই কোনো আশা,প্রত‍্যশা
লিখে দিলাম এ জীবন দারিদ্র্যর এক মুঠো ভাতের জন‍্যে।।।

No comments

info.kroyhouse24@gmail.com